Medicine Packing: বেকারদের জন্য দারুন সুযোগ! অষ্টম শ্রেণী পাশ থাকলেই পাবেন মোটা বেতনের চাকরি
আর চিন্তা করতে হবে না এবার ওষুধ প্যাক করেই আপনি রোজগার করতে পারেন। হাজার হাজার টাকা অষ্টম শ্রেণীর মাধ্যমিক পাস করলেই এই চাকরি আপনি অনায়াসে করতে পারবেন। পুরুষ, মহিলা সবাই এই চাকরির জন্য আবেদন করতে পারেন।
এই চাকরি করতে কি শিক্ষাগত যোগ্যতা, বেতন, কত বয়স প্রয়োজন তাই তাড়াতাড়ি দেখে নিন।
কি কি পদে নিয়োগ করা হচ্ছে?
এখানে হেল্পার এবং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হবে। হেল্পার এবং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হবে।
কোথায় পোস্টিং হবে?
অনেকেই জানতে চান চাকরির জায়গাটা কোথায় হবে? কলকাতা এবং তার আশেপাশের এলাকাতে যত ওষুধের ফ্যাক্টরি আছে যেমন হাওড়া, ধুলাগড় এখানে গিয়ে ওষুধ প্যাকেজিং এর কাজ করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা কেমন লাগবে?
অষ্টম শ্রেণী পাস করলেই যে কেউ এর জন্য আবেদন করতে পারবেন। তাছাড়া মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এছাড়া উচ্চশিক্ষা গত যোগ্যতা থাকলেও এই ওষুধ প্যাকেজিং এর জন্য আবেদন করা যেতে পারে।
কত বয়স লাগবে?
১৮ বছর বয়স হলে আবেদন করা যাবে, ছেলেদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৪৫ বছর আর মেয়েদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩৫ বছর।
মাইনে কত থাকবে?
কাজে জয়েন করেই ১৪,৫০০/- থেকে ১৬,০০০/- টাকা প্রতি মাসে মাইনে পাবেন। তাছাড়া থাকা খাওয়ার ফ্রি ব্যবস্থা আছে, তবে যারা দূর থেকে এসে কাজ করবেন তাদের কোন সমস্যাই হবে না।
কি কি কাজ করতে হবে?
বেশি কিছু তেমন না খুবই হালকা ধরনের কাজ। যেমন ওষুধ প্যাকিং করা, লেবেলিং করা, সিল করা, স্ক্যানিং করা।
কতক্ষণ কাজ করতে হবে?
৯ ঘন্টা এখানে কাজ করতে হবে, যদিও মাঝখানে এক ঘন্টা লাঞ্চ, ডিনার, ওয়াশরুম ব্রেক পাওয়া যেতে পারে।
কোন পদ্ধতিতে নিয়োগ হবে?
প্রথমে ইন্টারভিউ নেওয়া হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। তারপর আনস্কিল্ড ওয়ার্কার নেওয়া হচ্ছে, তাই ইন্টারভিউ এর সময় বেসিক লেভেল হতে হবে।
কিভাবে আবেদন করবেন?
এখানে ফোন করে আপনি আবেদন করতে পারেন, তার জন্য আগে চটপট ফোন নম্বর নোট করে নিন। 8345810119 অফিসের এই নম্বরে কল করে কাজ সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
কতগুলি শূন্য পদ রয়েছে?
এখানে শুন্য পদ মাত্র ২০, তাই চটপট আগে ফোন করে ফেলুন, যারা আগে ফোন করবে তাদের চান্স সবচেয়ে বেশি।