‘মেয়েবেলা’-র পর আচমকা বন্ধ হচ্ছে এই জনপ্রিয় ধারাবাহিক
শোনা গিয়েছিল, মে মাসের শেষে আইপিএল সিজন শেষ হতেই টেলিভিশনের দুনিয়ায় আসতে চলেছে বড় পরিবর্তন। পরিবর্তন তো অবশ্যই এসে গিয়েছে। কিন্তু তা ক্রমশ মন ভেঙে দিচ্ছে দর্শকদের। একের পর এক ধারাবাহিক অফ এয়ার হয়ে যাচ্ছে। শেষ হয়ে গিয়েছে ‘গোধূলি আলাপ’, ‘মিঠাই’। শেষের পথে ‘মেয়েবেলা’। ‘সোহাগ জল’-এর টিআরপি কম হওয়ার ফলে তার মাথাতেও ঝুলছে অফ এয়ার হওয়ার খাঁড়া। এবার অফ এয়ার হতে চলেছে সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মেঘে ঢাকা তারা’।
‘মেঘে ঢাকা তারা’ অফ এয়ার হওয়ার পর ওই স্লটে সম্প্রচারিত হতে চলেছে নতুন ধারাবাহিক ‘রূপসাগরে মনের মানুষ’। এই ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় আবারও ফিরতে চলেছেন রুকমা রায় (Rooqma Ray)। 2022 সালের মার্চ মাসে সম্প্রচার শুরু হয়েছিল ‘মেঘে ঢাকা তারা’-র। মধ্যবিত্ত পরিবারের মেয়ে বৃন্দাকে নিয়ে আবর্তিত হয়েছিল কাহিনী। আর পাঁচজন মহিলার মতো সে-ও একাই সামলায় সংসার ও অফিস। কিন্তু মাত্র দেড় বছরের মাথায় আগামী 24 শে জুন বৃন্দার কাহিনী শেষবারের মতো হতে চলেছে ক্যামেরাবন্দি। 2 রা জুলাই সান বাংলার পর্দায় হবে ‘মেঘে ঢাকা তারা’-র শেষ সম্প্রচার। আগামী 3 রা জুলাই থেকে ওই স্লটে সম্প্রচারিত হবে ‘রূপসাগরে মনের মানুষ’।
View this post on Instagram
‘রূপসাগরে মনের মানুষ’-এর কাহিনীও নারীকেন্দ্রিক। ধারাবাহিকে রুকমার চরিত্রের নাম অন্নপূর্ণা। মা-বাবা তাকে ভালোবেসে পূর্ণা বলেই ডাকেন। বাবার কর্মসূত্রে পুলিশ কোয়ার্টারের বাসিন্দা পূর্ণা। মেধাবী পূর্ণা চায় বাবার স্বপ্ন পূরণ করতে।
এর আগে এই ধরনের চরিত্রে দেখা যায়নি রুকমাকে। ‘রূপসাগরে মনের মানুষ’ সমাজকে নতুন বার্তা দেবে বলে মনে করেন রুকমা।
View this post on Instagram