Hoop PlusReality show

Miss Jojo: বেসুরো গান নিয়ে ট্রোলের জবাবে মুখ খুললেন জোজো

ছোট পর্দা হোক বা বড় পর্দা বা ওয়েব দুনিয়া, অভিনেতারা একটু বেতাল কিছু করলেই তাদের বিচার সভা বসে নেট দুনিয়ায়। সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। একেক জন নেট জনতা একেক রকম প্রশ্ন তোলেন। তাই, আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হওয়া কোন ব্যাপার না। সেরকমই এইবার সমালোচনার শিকার হলেন সঙ্গীত শিল্পী জোজো।

২০২২ এর সারেগামাপা (Sa re Ga Ma Pa) র নতুন সিজনে জোজো হলেন মেন্টর। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত আছেন জোজো সহ ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, রথীজিৎ, মনোময় ভট্টাচার্যদের মত বিশিষ্ট সঙ্গীতশিল্পীরা। এছাড়াও বিচারকের আসনে রয়েছেন শান্তনু মৈত্র (Shantanu Moitra), সংগীত শিল্পী রিচা শর্মা, এবং শ্রীকান্ত আচার্যের মত গুণী শিল্পীরা।

 

View this post on Instagram

 

A post shared by Jojo Mukhejee (@jojomusic2)

এই সারেগামাপা (Sa re Ga Ma Pa) র মঞ্চেই প্রথমবার ট্রোল হন মিস জোজো। বেসুরো গেয়েছেন নাকি তিনি, এমনই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এককথায় ‘সংগীতের মহাযুদ্ধ’ শুরু হয়েছে নতুন ঝড়। ট্রোল হয়েছেন জোজো।

এসবে অবশ্য তার কিছু যায় আসে না। সেইজন্যেই এদিন তিনি নিজে তার সোশ্যাল মিডিয়ার পেজে লিখেছেন, “সারেগামাপা-এর মঞ্চে আমার গান নিয়ে যাঁরা কুরুচিকর মন্তব্য করেছেন তাঁদের বলি আমার সত্যিই সব কথায় মন ভাঙে না বরং নিজের কাজকে আকড়ে ধরে আরও এগিয়ে যাওয়ার সাহস পাই…খুব ভাল থাকবেন আপনারা। ভগবান আপনাদের মঙ্গল করুন।”

whatsapp logo