whatsapp channel

শরীর নিয়ে খেলতে খেলতেই ফেঁসে গেলেন ৪ যুবক-যুবতী, রাতের ঘুম কাড়বে এই সিরিজ

বর্তমান সময়ে দিন প্রতিদিন মানুষের কাছে বিনোদন জগতের থেকে চাহিদা সমূহ বদলে যাচ্ছে। গত পাঁচ বছর আগে অব্দি মানুষের কাছে মাধ্যমের অপর নাম ছিল সংবাদপত্র, টেলিভিশন ও রুপোলি পর্দা। কিন্তু…

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

বর্তমান সময়ে দিন প্রতিদিন মানুষের কাছে বিনোদন জগতের থেকে চাহিদা সমূহ বদলে যাচ্ছে। গত পাঁচ বছর আগে অব্দি মানুষের কাছে মাধ্যমের অপর নাম ছিল সংবাদপত্র, টেলিভিশন ও রুপোলি পর্দা। কিন্তু বর্তমানে এসবকে ছাপিয়ে গেছে ডিজিট্যাল মাধ্যম। এখন মোটামুটি সব বয়সের মানুষই মোবাইল নির্ভর হয়ে পড়ছেন। তাই এখন বিনোদন ও মনোরঞ্জনের অন্যতম যন্ত্র ‘মোবাইল’ মানুষের কাছে সর্বেসর্বা হয়ে উঠেছে। আর এই ভ্রাম্যমান যুগে চলচ্চিত্রের থেকে বৃদ্ধি পাচ্ছে ওয়েবসিরিজের জনপ্রিয়তা।

ওয়েবসিরিজের জন্য বর্তমানে একাধিক ওটিটি প্ল্যাটফর্ম উপলব্ধ অন্তর্জালিক মাধ্যমে। হিন্দি, ইংরেজির পাশাপাশি এখন আঞ্চলিক সব ভাষাতেও ওয়েবসিরিজের জনপ্রিয়তা তুঙ্গে। তবে হিন্দি বা ভোজপুরী ওয়েবসিরিজের জনপ্রিয়তা এখন তুঙ্গে। আর এইসব সিরিজের মধ্যে সাহসী দৃশ্যে ভরপুর কিছু সিরিজ তো গোপনে দেখতেই পছন্দ করেন অনেকে। এই ধরণের সিরিজ বানিয়ে ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে ‘উল্লু’, ‘কোকু’ প্রভৃতি ওয়েব প্ল্যাটফর্মগুলি। এই প্রতিবেদনে রয়েছে এমনই একটি সিরিজের পর্যালোচনা।

কয়েকবছর আগে ‘কোকু’ ওটিটি প্ল্যাটফর্ম থেকে মুক্তি পেয়েছে ‘মিস খিলাড়ি, দ্য পারফেক্ট প্লেয়ার’ নামের এই সিরিজটি। সাহসী সব দৃশ্যে ভরপুর এই সিরিজে রয়েছে একটি আকর্ষণীয় গল্প। সিরিজ শুরু হয় একটি গেমের মাধ্যমে। তবে সেই গেম মোটেই কোনো সাধারণ মোবাইল গেম নয়। জীবন নিয়ে খেলা হয় সেখানে, খড়লস হয় শরীর নিয়েও। আর এই গেমের চারজন মূল খিলাড়ি হলেন বিজয়, সোনিয়া, সঞ্জয় ও শোভা। এই চারজনই সিরিজের কেন্দ্রীয় চরিত্র। চারজনের মধ্যে গেমের নিয়ম অনুযায়ী স্থাপিত হয় শারীরিক সম্পর্ক। আর ক্রমেই এই গেমের টাস্ক কঠিন হতে থাকে। শেষমেষ গল্পে রয়েছে একটি টুইস্ট, যার মাধ্যমে সিরিজের ক্লাইম্যাক্স টেনেছেন নির্মাতারা।

এই সিরিজে অভিনয় করেছেন সোনিয়া সিং রাজপুত, সান্না কাপুরের মতো নামজাদা ওটিটি অভিনেত্রীরা। তাদের শারীরিক আকর্ষণ সিরিজটিকে আরো একটি অন্য মাত্রা দিয়েছে। এছাড়াও এই সিরিজে দেখা গেছে আরব সিং ও অজয় সিংয়ের মতো কলাকুশলীদের। সিরিজটি দেখতে হলে আপনাকে অবশ্যই ‘কোকু’ এপ্লিকেশনের সাবস্ক্রিপশন নিতে হবে।

whatsapp logo
Debaprasad Mukherjee
Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা