whatsapp channel

Mithai: বর্ষপূর্তির ব্যাপক সাফল্যে আনন্দে বিহ্বল টিম ‘মিঠাই’, ছড়িয়ে দিতে চাইলেন ‘হেব্বিনেস’

2021 সালের 4 ঠা জানুয়ারি জি বাংলার জনপ্রিয় টিভি সিরিয়াল ‘মিঠাই’ শুরু হয়েছিল। 2022 সালের 4 ঠা জানুয়ারি অবধি টিআরপি চার্টে সেরার শিরোপা ধরে রাখা ‘মিঠাই’-এর সেলিব্রেশনের ভিডিও আগেই ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। এবার জি বাংলার চ্যানেল কর্তৃপক্ষের তরফেও তা শেয়ার করা হল।

Avatar

HoopHaap Digital Media

Advertisements
Advertisements

2021 সালের 4 ঠা জানুয়ারি জি বাংলার জনপ্রিয় টিভি সিরিয়াল ‘মিঠাই’ শুরু হয়েছিল। 2022 সালের 4 ঠা জানুয়ারি অবধি টিআরপি চার্টে সেরার শিরোপা ধরে রাখা ‘মিঠাই’-এর সেলিব্রেশনের ভিডিও আগেই ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। এবার জি বাংলার চ্যানেল কর্তৃপক্ষের তরফেও তা শেয়ার করা হল।

Advertisements

চ্যানেল কর্তৃপক্ষের তরফে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, ধ্রুব দর্শকদের ধন্যবাদ জানাচ্ছেন সফলভাবে একবছর সিরিয়াল ‘রানিং’ থাকার জন্য। এরপর তাঁর হাত ধরেই সেটে প্রবেশ করে ক্যামেরা। সেখানে দেখা যায়,‘মনোহরা ’ লেখা কেক কেটে চলছে সেলিব্রেশন। ধ্রুব পরিচয় করিয়ে দিলেন ‘মিঠাই’ সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)-র সঙ্গে। সফল ‘মিঠাই’-এর কান্ডারী পরিচালক বুঝতে পারছিলেন না, তাঁর অনুভূতি কিভাবে ভাষায় প্রকাশ করবেন! আনন্দে বিহ্বল হয়ে তিনি জানিয়েছেন, একজন পরিচালক হিসাবে তিনি সবসময়ই ভালো কাজ করার চেষ্টা করেন। একজন পরিচালক হিসাবে তিনিও চান, সিরিয়ালটি দর্শকদের ভালো লাগুক। আগামী দিনে ‘মিঠাই’ দেখার অনুরোধ জানিয়ে পরিচালক বলেছেন, সমগ্র ‘মিঠাই’ টিম দর্শকদের অনেক মনোরঞ্জন উপহার দিতে চলেছেন। প্রযোজক জানিয়েছেন, লকডাউন ও অতিমারীর সময় তাঁরা চেয়েছিলেন দর্শকদের জন্য একটি ‘হ্যাপি’ সিরিয়াল বানাতে, তাঁদের একটু আনন্দ দিতে। তিনিও মনে করেন ‘মিঠাই’-এর হেব্বিনেস-টা টিম ‘মিঠাই’-এর সমস্ত অভিনেতারা মিলে জেনারেট করতে পেরেছেন।

Advertisements

প্রযোজকমন্ডলীর মতে, আগামী দিনেও বাঙালির সুখে-দুঃখে, মিষ্টিমুখে থাকবে থাকবে ‘মিঠাই’। ‘উচ্ছেবাবু’ সিদ্ধার্থ আদৃত রায় (Adrit Roy) দর্শকদের ধন্যবাদ জানালেন ‘মিঠাই’-কে সমর্থন করার জন্য। ‘মিঠাই’ সৌমিতৃষা জানালেন, ছোট্ট ছোট্ট পায়ে এক বছর অতিক্রম করল মনোহরা পরিবার। প্রথম দিন থেকেই ‘মিঠাই’-এর প্রতি দর্শকদের ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ জানালেন তিনি। সৌমিতৃষার কথাতেই জানা গেল, ‘মিঠাই’-এর এক বছর উপলক্ষ্যে সকাল থেকেই শুরু হয়েছে অনুরাগীদের আনাগোনা। স্টুডিওয় এসে তাঁরা উপহার দিচ্ছেন টিম ‘মিঠাই’-কে। ‘মিঠাই’-এর আগামী দিনগুলি নিয়ে আশাবাদী সৌমিতৃষা।

Advertisements

এদিন সেলিব্রেশনের সময় সকলের মুখে ছিল মাস্ক। চ্যানেল কর্তৃপক্ষের আগেই সেলিব্রেশনের ছবি শেয়ার করে সৌমিতৃষা লিখেছেন, জার্নিটা এভাবেই চলতে থাকুক।

Advertisements

এক বছর পূর্তির দিনে ইউটিউবে একটি ভ্লগ আপলোড করেছিলেন সৌমিতৃষা। সেখানে তোর্সা ওরফে তন্বী (Tonni Laha Roy) বলেছিলেন, দর্শকদের ভালোবাসা ছাড়া সবকিছুই অসম্ভব ছিল। আগামী দিনেও এভাবে সকলকে পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।

whatsapp logo
Advertisements
Avatar
HoopHaap Digital Media