Soumitrisha Kundu: ‘মিঠাই’ আর কতদিন! ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে এসে গেল বড়সড় আপডেট
বাংলা ধারাবাহিকের জগতে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠাই’। একটা সময় টিআরপি তালিকায় রাজ করত ‘মিঠাই’। ঘরে ঘরে তখন এই ধারাবাহিক নিয়ে চর্চা হত। প্রথম ৫০ পর্বের বাজিমাত করেছিল ‘মিঠাই’ (Mithai)। এক্কেবারে টিআরপি তালিকার সিংহাসন দখল করেছিল সেটি। তবে সময়ের সঙ্গে কমে জনপ্রিয়তা। শেষমেষ ধারাবাহিক বন্ধের গুঞ্জন শুরু হয় গত ডিসেম্বরে। আর এই বিষয়ে জানুয়ারিতেই এল বড়সড় আপডেট।
দু’বছর ধরে টিভি পর্দায় চলছে ‘মিঠাই’ ধারাবাহিকটি। শুরুর দিকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এই ধারাবাহিক। মিঠাই-এর চরিত্রে সৌমিতৃষা কুন্ডুর (Soumitrisha Kundu) অভিনয় ব্যাপক মন জয় করেছিল দর্শকদের। বাইরে শুটিং করতে গিয়েও মানুষের ভালোবাসা পেয়েছিল গোটা টিম। কিন্তু তারপর ধীরে ধীরে গল্পে একঘেয়েমি এসে যাওয়ার কারণে মানুষের মন থেকে দুরত্ব তৈরি ‘মিঠাই’-এর। সেখান থেকে গল্পে বড়সড় চমক আনেন নির্মাতারা। মিঠাই-এর মৃত্যু হয় মাঝপথেই। এন্ট্রি হয় মিঠি-র। একইরকম দেখতে, কিন্তু আদব কায়দায় অন্যরকম একটি চরিত্র। নতুনভাবে উচ্ছেবাবুর মন জয় করতে থাকে মিঠি। আর নতুনভাবে এই গল্প শুরু হতেই আবার জনপ্রিয়তা পায় ধারাবাহিকটি। এখন আপডেট এল এই ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়েই।
গত বছর ডিসেম্বরে বন্ধ হয়েছে একাধিক ধারাবাহিক। শুধুমাত্র টিআরপি-র নিরিখে মাঝপথে যাত্রা শেষ হয়েছে অনেক গল্পের। তাই ডিসেম্বর থেকেই ‘মিঠাই’-এর ভবিষ্যৎ নিয়েও শুরু হয়েছিল জল্পনা। কানাঘুষো শোনা গিয়েছিল যে জি-বাংলার এই ধারাবাহিকও বন্ধ হতে পারে। তবে সম্প্রতি আবার কিছুটা ফর্মে ফিরেছে ‘মিঠাই’। গত সপ্তাহে টিআরপি হয়েছে ৬.৫। তালিকাতেও উন্নতি ঘটেছে। আর এই কারণেই ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে বড়সড় ঘোষণা করল জি-কর্তৃপক্ষ।
জানা গেছে, এখনই শেষ হচ্ছে না ‘মিঠাই’। মিঠি-র গল্প এখনো বাকি। আর এই গল্পের প্রতি দর্শকদের উৎসাহ দেখেই আগামী জুন-জুলাই অব্দি এই ধারাবাহিকের শেষ হওয়া নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন না নির্মাতারা। তাই আপাতত ‘মিঠাই’ ভক্তদের মন খারাপের কোনো কারণ নেই।
View this post on Instagram