Hoop Sports

টিকতে পারবে না বাংলাদেশ, চোট সারিয়ে নতুন ফর্মে দলে ফিরছেন মহম্মদ শামি

ভারতীয় ক্রিকেট (Indian Cricket) দলে ফিরতে চলেছেন মহম্মদ শামি (Mohammad Shami)। পায়ে চোট পেয়ে দীর্ঘদিন ধরে দলের বাইরে রয়েছেন তিনি। গতবারের ওডিআই বিশ্বকাপের পর ফের বাংলাদেশের বিরুদ্ধে হতে চলা টেস্ট সিরিজে দলে ফিরতে পারেন শামি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সম্পূর্ণ ফিট শামিকে চাইছে দল। তাই বাংলাদেশের বিপক্ষে হতে চলা টেস্ট সিরিজেই নির্বাচক কমিটি তাঁকে সরাসরি ভারতীয় দলে সুযোগ দিতে চলেছে বলে খবর।

বর্তমানে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিকে রিহ্যাবে রয়েছেন মহম্মদ শামি। চোট পাওয়ায় চলতি বছরের শুরুতেই পায়ে অস্ত্রোপচার করিয়েছিলেন তিনি। ফলত চলতি বছরের আইপিএল এবং টি২০ বিশ্বকাপে খেলতে পারেননি শামি। তবে আগামীতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি সম্পূর্ণ ফিট হয়ে খেলুন, সেটাই চাইছে নির্বাচক কমিটি। এনসিএ এর তরফে ইতিমধ্যেই নির্বাচক কমিটিকে শামির ফিটনেসের ব্যাপারে জানানো হয়েছে।

জানা যাচ্ছে, ৫ ই সেপ্টেম্বর থেকে দলিপ ট্রফি শুরু হতে চলেছে। যদি নির্বাচকরা মনে করেন তাহলে একটি ম্যাচে খেলতে পারেন শামি। নয়তো বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজেই সরাসরি দেখা যাবে তাঁকে। তেমনটা হলে ১৯ শে সেপ্টেম্বর ফের মাঠে নামবেন শামি। উল্লেখ্য, চলতি বছরের শেষের দিকেই পরপর টেস্ট শিডিউল রয়েছে ভারতের। সেক্ষেত্রে পেস বোলিং ইউনিটে জোর বাড়ানোর জন্য মহম্মদ শামিকে দলে ফেরাতে চাইছেন গম্ভীর, আগরকররা।

মহম্মদ শামির বিষয়ে নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর বলেন, তাঁদের প্রথম থেকেই টার্গেট ছিল সেপ্টেম্বরে বাংলাদেশ সিরিজে শামিকে খেলানো। তবে এনসিএ এর তরফে শামির ফিটনেস সম্পর্কে চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পরেই নেওয়া হবে সিদ্ধান্ত। জানা যাচ্ছে, রিহ্যাবের শেষ পর্যায়ে রয়েছেন ভারতীয় পেস বোলার। বোলিংও শুরু করে দিয়েছেন তিনি গত মাস থেকে। ধীরে ধীরে ওয়ার্কলোড বাড়ালেও কোনোরকম ব্যথার কথা তিনি উল্লেখ করেননি। এনসিএ এর মতে, টেস্ট ক্রিকেটে বোলিং এর মতো ফিটনেস ফিরে পেয়েছেন মহম্মদ শামি।

Related Articles