গায়িকা মোনালী ঠাকুর পিতৃহারা হলেন। বিখ্যাত গায়ক-অভিনেতা শক্তি ঠাকুর দুই মেয়েদের ছেড়ে চলে গেলেন ৭৩ বছর বয়সে। ৫ অক্টোবর সোমবার ভোরবেলা শক্তি ঠাকুর হৃদরোগে মারা যাওয়ায় মোনালীর অনুপস্থিতিতে সোমবার সকালেই তাঁর শেষকৃত্য সম্পন্ন করলেন বড় মেয়ে মেহুলী ঠাকুর।
বাবার মৃত্যুর খবর পেয়েই সোমবারই মোনালি স্বামী মাইককে নিয়ে সুইৎজারল্যান্ড থেকে রওনা হন ভারতের উদ্দেশ্যে। এসে পৌঁছোন ৭ অক্টোবর। এরপর নিয়মরীতি মেনেই মৃত্যুর তিনদিন পর সস্ত্রীক বাবার শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিলেন।
বাবার মৃত্যুতে দুই মেয়ে পুরোপুরি ভেঙে পড়েছেন। সোশ্যাল মিডিয়ার পোস্টে সেই ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। বাবাকে নিয়ে নানা পোস্ট করেছেন দুই মেয়ে। তার মধ্যে মানালী একটি পোস্টে লিখেছেন, “তোমার ছোটন তোমার কাছে আসবে ঠিক সময় মতো। আবার দেখা হবে। অনেক আদর।” এই পোস্ট দেখে সকল ফ্যানেরাই আবেগপ্রবণ হয়ে পড়েছেন।
বাবাকে দেখেই ছোট থেকে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন মোনালি যে একদিন গায়িকা হবেন। আর বাবার মতো হতে চাইতেন সর্বদা আর তাই হয়েছেন। তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন,গর্বিত তিনি শক্তি ঠাকুরের মেয়ে। এই ভাবেই সারা জীবন নিজের কাজ দিয়ে গর্বিত করবেন তাঁর বাবাকে। বাবার মৃত্যুর পর এই প্রতিজ্ঞা করলেন নিজের কাছে। একটি পোস্টে এমনই লিখলেন গায়িকা। শক্তি ঠাকুরের মৃত্যুতে শোকাচ্ছন্ন অভিনয় জগৎ ও গানের জগৎ দুইই।