Hoop PlusTollywood

Monalisa: বেডরুম থেকে এই অবস্থায় ধরা পড়লেন সুপার বোল্ড মোনালিসা

তাকে ভোজপুরী সিনেমার ‘বিউটি-কুইন’ বলে ডাকা হয়। বলিউডেও রয়েছে বিশেষ নামডাক। আর বাঙালি যুবকদের মনে তিনি ‘হার্টথ্রব’ ঝুমা বৌদি। আজ্ঞে হ্যাঁ, অভিনেত্রী মোনালিসার (Monalisa) কথা বলছি। বয়সের অঙ্ক পেরিয়েছে ৪০-এর গন্ডি। তবুও তার সৌন্দর্য্য এবং শরীরের গঠন দেখলে বয়সের আন্দাজ পাওয়া মুশকিল। তিনি এখনও যেন যুবতী, এখনো সতেজ, এখনো একইভাবে চনমনে। বোল্ড ফটোতে এখনো তিনি আগুন ধরিয়ে দেন অনুরাগীদের মনে।

অভিনয় জগৎ থেকে দূরত্ব বাড়লেও এখনো এই অভিনেত্রী ভক্তদের ছুঁয়ে থাকেন। তার একটাই মাধ্যম- সোশ্যাল মিডিয়া। সেখানে তিনি এখনো বেশ সক্রিয়। আর সেখানেই নানা লুকে ও নানা অবতারে ধরা দেন এই বঙ্গ-সুন্দরী। কখনো শাড়িতে তিনি হয়ে ওঠেন নগ্নিকা, কখনো পাশ্চাত্য কোনো পোশাকে হয়ে উঠেন লাস্যময়ী, কখনো আবার বিকিনি ও মনোকিনির মতো স্বল্প পোশাকেও দেখা মেলে তার। আর তিনি সামনে এলেই ভক্তদের বুকের উথালপাথাল বেড়ে যায়, ঘাম ঝরে অনেকের। আর এবার বসন্তের শেষে অনুরাগীদের মনে দাবানলের সঞ্চার ঘটিয়ে ফেললেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। আর এই ছবিতে তাকে দেখা গেল বেডরুমের ভেতর। এক্কেবারে বিছানা থেকেই এইসব ছবি শেয়ার করলেন অভিনেত্রী। এই ছবিতে তাকে পাওয়া গেল দুধসাদা বিছানার উপর স্বল্পবসনা অবতারে। তার পরনে ছিল কপার রংয়ের ঝলমলে সরু ফিতের ঢিলেঢালা শর্ট ক্রপ-টপ। এই পোশাকের ফাঁকে সুস্পষ্ট হয়েছে তার সুগভীর বক্ষবিভাজিকা। নিম্নাঙ্গে রয়েছে দুধসাদা রংয়ের হট-প্যান্ট। প্যান্টের নিচে উন্মুক্ত হয়েছে তার ফর্সা উরুযুগল। মুখে নিউড মেকআপ, ঠোঁটে নিউড লিপস্টিক, খোলা চুলে আরো বেশি লাস্যময়ী হয়ে উঠেছেন অভিনেত্রী। বিভিন্ন আবেদনশীল পোজে নিজেকে ক্যামেরাবন্দি করেছেন তিনি।

পোস্টে ছবির পাশাপাশি নজর কেড়েছে ক্যাপশনও। ইংরেজিতে ক্যাপশন লিখেছেন, যার বাংলা মর্মার্থ হল, ‘মানুষজন আমাকে যেভাবে দেখতে চায়, সেভাবে হয়ে না থাকতেই আমি বেশি ভালবাসি’। অর্থাৎ ক্যাপশনে তিনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি কতটা স্বাধীনচেতা, কতটা নিজের মতো থাকতে ভালোবাসেন। তাকে এভাবে দেখে ঘাম ঝরেছে তার অনুরাগীদের। অনেকেই আগুনের ইমোজি ও নিজস্ব শব্দমালা কমেন্ট করে বুঝিয়ে দিয়েছেন মনের অবস্থা।

 

View this post on Instagram

 

A post shared by MONALISA (@aslimonalisa)