Hoop PlusTollywood

Monami Ghosh: মাঞ্জা তৈরি? জিজ্ঞাসা করলেন অভিনেত্রী মনামী

আর কয়েক ঘন্টার মধ্যেই শুরু হতে চলেছে বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজোর সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে ঘুড়ি। একবিংশ শতকের গোড়াতেও পুজোর কয়েক দিন আগে থেকেই আকাশে দেখা যেত হরেক রকমের ঘুড়ি। একসময় কলকাতার বুকে গড়ের মাঠে চলত ঘুড়ির প্রতিযোগিতা। কিন্তু সবকিছুই বর্তমানে স্মৃতি। মানুষ দৌড়ে বেড়াচ্ছেন স্বাচ্ছন্দ্যের জন্য। হাতে হাতে উঠে এসেছে স্মার্টফোন। অধিকাংশ সময় কাটছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু মনামী ঘোষ (Monami Ghosh) নাইন্টিজ কিড। ফলে বিশ্বকর্মা পুজো মানেই তাঁর কাছে ঘুড়ির লড়াই। এই কারণে রবিবার ইন্সটাগ্রামে মনামী সকলকে জিজ্ঞাসা করলেন মাঞ্জা তৈরি কিনা!

রবিবার বেলার দিকে ইন্সটাগ্রামে মনামী কয়েকটি ছবি শেয়ার করেছেন। ছবিতে তাঁর পরনে রয়েছে সবুজ রঙের লেহেঙ্গা-চোলি। চোলিটি গাঢ় সবুজ রঙের। চোলি জুড়ে রয়েছে সোনালি রঙের সিকুইনের ফ্লোরাল এমব্রয়ডারি। চোলির ডিপ নেকলাইনের মাধ্যমে উন্মুক্ত রয়েছে মনামীর ক্লিভেজ। চোলির স্লিভ থ্রি-কোয়ার্টার। লেহেঙ্গাটিও গাঢ় সবুজ রঙের। এটি ফ্লেয়ারড। লেহেঙ্গার নিচের অংশ জুড়ে রয়েছে সোনালি সিকুইনের কারুকার্য। সবুজ রঙের লেহেঙ্গা-চোলির সাথে মনামীর মেকআপ যথেষ্ট উজ্জ্বল। ব্রাউন রঙের শিমারি আইশ‍্যাডোর ব্যবহার তাঁর দুই চোখকে আকর্ষক করে তুলেছে। লালচে গোলাপি রঙের লিপস্টিকে রেঙেছে ঠোঁট। চিকবোনে রয়েছে গোলাপি হাইলাইটারের ব্যবহার।

মনামীর ক্লিভেজ ও গলায় ব্রোঞ্জারের ব্যবহার রয়েছে। খোলা চুলে রয়েছে হালকা কার্ল। দুই কানে রয়েছে সোনালি রঙের কুন্দনের ঝুমকি। মাটিতে একটি কার্পেটের উপর বসে রয়েছেন মনামী। তাঁর চারপাশে ছড়িয়ে রয়েছে নানা রঙের ঘুড়ি। কখনও মনামীর হাতে রয়েছে লাল রঙের লাটাই। ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে মনামী জিজ্ঞাসা করেন মাঞ্জা তৈরির কথা। মনামীর ছবিগুলি তুলেছেন সায়ন্তন দত্ত (Sayantan Dutta)। ছবিগুলির ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে ব্যবহার করা হয়েছে বিশাল মিশ্র (Vishal Mishra)-র ‘মাঞ্জা’ গানটি।

আগামী দিনে মনামীকে দেখা যাবে সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) পরিচালিত ফিল্ম ‘পদাতিক’-এ। এটি মৃণাল সেন (Mrinal Sen)-এর বায়োপিক। ফিল্মে মৃণাল-জায়া গীতা সেন (Geeta Sen)-এর চরিত্রে অভিনয় করছেন মনামী।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

Related Articles