whatsapp channel

Lifestyle: টাকা খরচ হচ্ছে জলের মতো! অজান্তে মানিব্যাগে এই ভুলগুলি করছেন নাতো?

বাড়ি থেকে বেরোনোর আগে পকেটে হাত দিয়ে যে জিনিস আমরা সকলেই ক্রস-চেক করি, তা হল মানিব্যাগ। আমাদের নিত্যদিনের জরুরি সামগ্রীর মধ্যে এই মানিব্যাগ বা ওয়ালেট অন্যতম। শতাব্দী প্রাচীন আগে নৌ-সেনাদের…

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

Advertisements
Advertisements

বাড়ি থেকে বেরোনোর আগে পকেটে হাত দিয়ে যে জিনিস আমরা সকলেই ক্রস-চেক করি, তা হল মানিব্যাগ। আমাদের নিত্যদিনের জরুরি সামগ্রীর মধ্যে এই মানিব্যাগ বা ওয়ালেট অন্যতম।

Advertisements

শতাব্দী প্রাচীন আগে নৌ-সেনাদের কার্তুজ রাখার ব্যাগ থেকেই উৎপত্তি এই ছোট্ট জিনিসের। তারপর নানা দেশ ও গোটা পৃথিবীতে এই জিনিসটি হয়ে ওঠে সকলের কাছে গুরুত্বপূর্ণ। তবে এই মানিব্যাগ সঠিক নিয়মে না রাখলে কিন্তু আপনার পকেট হতে পারে গড়ের মাঠ। পুরানো মানিব্যাগ ফেলে দিলেও হতে পারে মারাত্মক ক্ষতি। মানিব্যাগ নিয়ে বাস্তুশাস্ত্রে রয়েছে কিছু নিয়ম। একনজরে দেখে নিন নিয়মগুলি-

Advertisements

মানিব্যাগে কি কি রাখবেন?

Advertisements

(১) মানিব্যাগে লাল কাগজ রাখলে অর্থাভাব হয়না।

Advertisements

(২) মানিব্যাগের ভেতর ধান বা চালের দানা রাখলে মা লক্ষ্মীর কৃপালাভ হয়ে থাকে।

(৩) মানিব্যাগের ভেতর মা লক্ষ্মীর ছবি বা ছোট্ট মূর্তি রাখলে সমৃদ্ধি বজায় থাকে।

(৪) মানিব্যাগে গোলাপের পাপড়ি রাখলেও ইতিবাচক ফল পেতে পারেন।

মানিব্যাগে কি কি রাখবেন না?

(১) কোনোদিনই মানিব্যাগের ভেতর ধারালো কোনো জিনিস রাখবেন না। এতে অর্থক্ষয় হতে পারে।

(২) মানিব্যাগের ভেতর নোট সবসময় গুছিয়ে রাখুন। ভাঁজ করে রাখবেন না।

(৩) কারো থেকে টাকা ঋণ নিলে সেই টাকা মানিব্যাগে রাখবেন না। এতে ক্ষতি হয়।

(৪) মানিব্যাগের ভেতর কখনোই নোট এবং কয়েন একসাথে রাখবেন না। এতে রুষ্ট হন দেবী লক্ষ্মী।

(৫) কোনো অবস্থাতেই নিজের মানিব্যাগ হস্তান্তর করবেন না।

পুরানো, ছেঁড়া মানিব্যাগ কি করবেন?

(১) কখনোই পুরানো মানিব্যাগ ফেলে দেবেন না। এটি অত্যন্ত শুভ জিনিস। এটিকে গুছিয়ে লাল কাপড়ে মুড়ে আলমারিতে রাখুন।

(২) আলমারিতে জায়গা না থাকলে পুরানো মানিব্যাগটিকে লাল কাপড়ে মুড়ে নদীতে বিসর্জন দিন। কখনোই ডাস্টবিন বা নোংরা জায়গায় ফেলবেন না।

(৩) পুরানো মানিব্যাগে কয়েকটি চালের দানা ২ দিন রেখে সেগুলিকে নতুন মানিব্যাগে স্থানান্তরিত করুন। ভালো ফল পাবেন।

(৪) ছেঁড়া মানিব্যাগের ভেতর একটি রুমাল রেখে দিন। এতেও শুভ হবে।

Disclaimer: প্রতিবেদনটি তথ্য ও অনুমানের উপর রচিত। কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া আমাদের অভিপ্রায় নয়।

whatsapp logo
Advertisements
Debaprasad Mukherjee
Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা