BollywoodHoop Plus

Mouni Roy: দুধসাদা পোশাকে মসৃণ পিঠ দেখিয়ে ভাইরাল মৌনি রায়!

বলিউডে বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে মৌনি রায় (Mouni Roy) একটি উল্লেখযোগ্য নাম। উত্তরবঙ্গের ছোট্ট শহর থেকে উঠে এসে বর্তমানে মুম্বাইয়ের নামজাদা অভিনেত্রীদের তালিকায় নাম লিখিয়েছেন মৌনি। ছোট থেকেই তার স্বপ্ন ছিল টিনসেল-নগরী মুম্বাই। আর সেখানে পৌঁছে একপ্রকার সাড়া ফেলেছেন অভিনেত্রী। একাধিক ছবিতে সদর্পে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন কোচবিহারের এই সুন্দরী। ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে খলনায়িকার চরিত্রেও দেখা গেছে তাকে। বর্তমানে আরো একাধিক কাজ হতে নিয়েছেন তিনি।

তবে শুধুমাত্র অভিনয়ের মধ্যে নিজেকে আবদ্ধ রাখতে এক্কেবারেই চাননা অভিনেত্রী। বরং নিজেকে আর বেশি করে মেলে ধরতে পছন্দ করেন তিনি। তাই ছোটবেলার শখ ‘মডেলিং’-কে এখনো নিজের মধ্যে জিয়িয়ে রেখেছেন অভিনেত্রী। প্রায়ই তিনি নিজেকে নানারূপে সাজিয়ে তোলেন। আর সামাজিক মাধ্যমে সক্রিয় হওয়ার সুবাদে অনুরাগীদের সঙ্গেও নিত্যনতুন সেইসব সাজে ধরা দেন অভিনেত্রী। কখনো ট্র্যাডিশনাল শাড়ি, কখনো আবার খোলামেলা পাশ্চাত্য পোশাকে নিজেকে আবদ্ধ করে লেন্সবন্দি হন তিনি।

তবে এবার গ্রীষ্মের শুরুতে নতুন করে ভক্তদের মনে দাবানলের সঞ্চার ঘটিয়ে দিলেন অভিনেত্রী। সম্প্রতি স্বল্পবসনা মৌনির একটি ছবি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এই ছবিতে লাস্যময়ী অবতারে ধরা দিয়েছেন তিনি। এই ছবিতে তার পরণে রয়েছে একটি দুধসাদা রংয়ের সরু ফিতের ব্রালেট ও একটি ডেনিম জিন্স প্যান্ট। মুখে নিউড মেকআপ ও ঠোঁটে নিউড লিপস্টিক রয়েছে অভিনেত্রীর। সাদাকালো এই ছবিতে যেন প্রানের সঞ্চার ঘটিয়েছে তার খোলা চুলের ভাঁজ। পোশাকের ফাঁকে তার মসৃণ ফর্সা পৃষ্ঠদেশ দৃশ্যমান হয়েছে।

ব্যাক-ফ্লিপ পোজে একটি টুলের উপর বসে লাস্যময়ী অবতারে ক্যামেরাবন্দি হয়েছেন মৌনি। তার চোখেমুখে আবেদনময়ীর ছাপ স্পষ্ট। বলা বাহুল্য, এই ছবি দেখেই ঘাম ঝরেছে তার পুরুষ ভক্তদের। কমেন্ট বক্সে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনেকেই। অনেকেই আবার শব্দমালা সাজিয়ে তার সৌন্দর্যকে ব্যাখ্যা করেছেন। এর মাঝে কেউ কেউ কটাক্ষজনক মন্তব্য করলেও তা অতি নগন্য। তাই বলাই যেই যে এই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ব্যাপকভাবে।

 

View this post on Instagram

 

A post shared by mon (@imouniroy)