Lifestyle: ‘R’ দিয়ে শুরু হওয়া নামের মানুষেরা আসলে যেমন প্রকৃতির

Avatar

Advertisements

মনের মানুষ খুঁজছেন? বা পাত্র পাত্রী খুঁজছেন নিজের জন্য? যদি তাঁর নামের আদ্যক্ষর ইংরাজি বর্ণমালার R দিয়ে হয় তবে কেমন হতে পারে মানুষটি? চলুন দেখে নিই কী বলছে নিউম্যারোলোজি ( Numerology).

Numerology বা সংখ্যাতত্ত্ব হল সংখ্যার অধ্যয়ন। সংখ্যাতত্ত্ববিদরা বিশ্বাস করেন যে সংখ্যা এবং মহাবিশ্বের সমস্ত বস্তুর মধ্যে একটি সম্পর্ক রয়েছে এবং একজন ব্যক্তির নামের সংখ্যা মান তাদের ভাগ্য এবং সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাইহোক, সংখ্যাতত্ত্ববিদরা বলছেন যে সঠিক নাম বেছে নেওয়ার মাধ্যমে আপনার সন্তানকে জীবনের একটি দুর্দান্ত সূচনা দিতে পারেন যা নামের সংখ্যাতাত্ত্বিক মানের সাথে সম্পর্কিত ইতিবাচক গুণাবলী প্রতিফলিত করে।

R দিয়ে যাদের নাম শুরু হয় –

Advertisements

এঁরা যুক্তি দিয়ে কথা বলতে পছন্দ করে। তাই যখনই কথা বলতে হবে এঁদের সঙ্গে বেশ বুঝেই বলতে হবে।

সাহসী ও বুদ্ধিমান হয় এরা। যেকোনো সমস্যাকে পার করতে পারে অন্যদের তুলনায় অনেক সুন্দর ভাবে। এদের বুদ্ধির কাছে হার মানতে বাধ্য অনেকে।

নেতৃত্ব দানের দারুন ক্ষমতা আছে এদের। যেকোনো মানুষকে খুব সহজে কাছে টেনে তাকে নিজের ধাঁচে গড়ে ফেলতে সক্ষম।

নরম ও দয়ালু প্রকৃতির হয় এই ধরনের মানুষরা।

সুতরাং যখনই শিশুর নামকরণ করবেন বা সঙ্গী খুঁজবেন তখন নাম ও নামের আদ্যক্ষর নিয়ে ভাবনা চিন্তা করবেন।

whatsapp logo
Advertisements