Honda: পেট্রোলের ঝামেলা ছাড়াই দিব্যি বাইক-স্কুটি, বাজার কাঁপাতে বিরাট সিদ্ধান্ত Honda-র
বর্তমানে প্রতিটি মানুষের মধ্যেই বেশ তাড়া। বাস, ট্রাম, ট্রেনের মতো গণপরিবহনের উপরে অনেকেই আর ভরসা রাখতে পারেন না। তাই নিজস্ব বাহনে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন বহু মানুষ। সবার পক্ষে চার চাকা গাড়ি কেনা সম্ভব না হলেও বর্তমানে বেশিরভাগ মানুষের বাড়িতেই দেখা মেলে বাইক বা স্কুটির (Scooty)। এই পেট্রোল চালিত বাইক বা স্কুটির অধিকাংশই ICE দ্বারা নির্মিত। রাস্তায় দু চাকার আধিপত্য ক্রমেই বাড়ছে। তবে এবার এ বিষয়ে একটি বড় পদক্ষেপ নিতে চলেছে দু চাকা গাড়ি প্রস্তুতকারক সংস্থা Honda।
বাইক স্কুটি নিয়ে বড় সিদ্ধান্ত
বর্তমানে পেট্রোল চালিত বাইক স্কুটির আধিপত্যই বেশি দেখা যায় রাস্তায়। কিন্তু এই পেট্রোল চালিত যান গুলির জেরে যেমন মানুষের পকেটে চাপ পড়ে, তেমনি এই বাইক স্কুটিগুলির জন্য পরিবেশ দূষণও বাড়ে। তাই সবদিক ভাবনা চিন্তা করেই এবার দু চাকা গাড়ি নিয়ে নয়া সিদ্ধান্ত নিল Honda।
কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে
এই সংস্থার তরফে জানানো হয়েছে, ICE নির্মিত বাইক স্কুটি আর তৈরি করা হবে না। সংস্থার পরিকল্পনা অনুযায়ী, ২০৪০ সাল থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। এই বছর থেকেই নির্মাণ করা হবে ক্লিন এনার্জি চালিত টু হুইলার অর্থাৎ সংস্থার তরফে মার্কেটে আনা হবে বিদ্যুৎ চালিত বাইক এবং স্কুটি। এই পরিকল্পনা অনুযায়ী, ইভি নির্মাণ পরিকল্পনায় বিনিয়োগ শুরু করেছে Honda। পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ সালে বাজারে আনা হবে ১০ টি ইভি। তবে ২০২৬ এবং ২০৩০ সালে এই সংখ্যাটা যথাক্রমে ১০ লক্ষ এবং ৩৫ লক্ষে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে সংস্থার। ইতিমধ্যেই ব্যাটারির পরীক্ষা নিরীক্ষাও শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। সঙ্গে চার্জিং স্টেশন এবং পরিকাঠামো তৈরিতে কিছু সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে Honda।
কী প্রভাব পড়বে বাজারে
মনে করা হচ্ছে, এই পরিকল্পনায় ধীরে ধীরে অন্যান্য সংস্থাও আগ্রহী হতে শুরু করলে পেট্রোল চালিত বাইক বা স্কুটি তৈরি কমবে। আন্তর্জাতিক বাজারে বিদ্যুৎ চালিত টু হুইলার লঞ্চ করার পরিকল্পনা হলেও ভারতের বাজারে এখনো তেমন কোনো পরিকল্পনা হয়নি বলেই জানা যাচ্ছে। তবে জল্পনা চলছে যে Honda অ্যাক্টিভার ইলেকট্রিক ভার্সন খুব শীঘ্রই লঞ্চ করা হবে মার্কেটে। মার্কেটে প্রতিদ্বন্দ্বিতাও বাড়বে বলে মনে করা হচ্ছে।