whatsapp channel

DA না বাড়লেও পেনশন ব্যবস্থা নিয়ে বড় ঘোষণা রাজ্যের, নতুন বছরে খুশির জোয়ারে ভাসবেন সরকারি কর্মীরা

চাকুরিজীবী হোক বা ব্যবসায়ী সকলকেই একটা নির্দিষ্ট বয়সের পর অবসর নিতে হয়। তবে এই অবসর জীবনের কথা ভাবা হয় কিছু কিছু সরকারি ও কিছু বেসরকারি ক্ষেত্রে। তাই চালু হয় পেনশন…

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

চাকুরিজীবী হোক বা ব্যবসায়ী সকলকেই একটা নির্দিষ্ট বয়সের পর অবসর নিতে হয়। তবে এই অবসর জীবনের কথা ভাবা হয় কিছু কিছু সরকারি ও কিছু বেসরকারি ক্ষেত্রে। তাই চালু হয় পেনশন ব্যবস্থা। তবে এখন এই পেনশন ব্যবস্থা মোটামুটি বন্ধ হয়ে গেছে বললেই চলে। যদিও এখনও কিছু সরকারি চাকরিতে পেনশন পাওয়া যায়। বাকিগুলোতে সরকার ‘কন্ট্রিবিউটরি পেনশন স্কিম’ চালু করেছে। এই পেনশন ব্যবস্থায় বর্তমানে কিছু সরকারি কর্মী পেনশন পেয়ে থাকেন।

বর্তমানে বহু রাজ্যে পুরনো পেনশন প্রকল্প নিয়ে তুমুল বিতর্ক চলছে। অনেক রাজ্যে ওল্ড পেনশন স্কিম (OPS) চালু করা হয়েছে। একই সময়ে, এটি বাস্তবায়ন নিয়ে অনেক রাজ্যে বিতর্ক চলছে। আর এই বিতর্ক এবার জোরালো হয়ে উঠলো কর্ণাটকে। বর্তমানে, কর্ণাটকের রাজ্য সরকার সেই রাজ্যের সপ্তম কমিশনের মেয়াদ ২০২৪ সালের ১৫ মার্চ করা হয়েছে। এই বিষয়টি নিয়ে উত্তাল হয়েছিল সেই রাজ্যের বিধানসভা। যদিও তারপরেই পেনশন নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে সেই রাজ্যের সরকার। জানা গেছে, এবার থেকে সেই রাজ্যের পেনশন কমিটিতে আরো একজন সদস্যকে যুক্ত করা হবে। উল্লেখ্য, এর আগে মাত্র একজন সদস্য ছিলেন এই কমিটিতে।

সম্প্রতি, কর্ণাটকের রাজস্ব মন্ত্রী কৃষ্ণ ব্রেগৌড়া জানিয়েছেন, বিগত সরকার পেনশনের যে টাকা কেন্দ্রীয় পিএফ অ্যাকাউন্টে রেখেছিল, তা ফেরত না পেলে পুরনো পেনশন স্কিম চালু করা কঠিন হয়ে পড়বে। ফলস্বরূপ এই কমিটির কাছে নতুন পেনশন স্কিম থেকে কিছু শর্ত সরিয়ে পুরানো পেনশন ব্যবস্থার কিছু শর্ত পেনশন ব্যবস্থায় ফিরিয়ে আনতে সুবিধা হবে না। সেই কারণেই এই কমিটিকে আরো বর্ধিত করা হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, পুরানো পেনশন ব্যবস্থায় অবসরপ্রাপ্ত চাকুরিজীবিরা একাধিক সুবিধা পেয়ে থাকেন। এই ওল্ড পেনশন সিস্টেমে কোনো কর্মচারী যে বেতনে অবসর নেবেন, সেই বেতনের ৫০ শতাংশ পেনশন হিসেবে পাবেন। তবে নতুন পেনশন ব্যবস্থায় এরকম কোন নির্দিষ্ট টাকার অঙ্ক নেই। এক্ষেত্রে শেয়ার বাজারের উপর এই পেনশনের টাকার পরিমাণ নির্ভর করবে। তবে এক্ষেত্রে সরকার ও অবসরপ্রাপ্ত কর্মী, দুজনেরই নানা অসুবিধা থেকে যাবে।

whatsapp logo
Debaprasad Mukherjee
Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা