খসতে পারে ২০ হাজার টাকা! গাড়ির এই নতুন নিয়ম না মানলে পড়বেন সমস্যায়
সময় যত গড়াচ্ছে ততই রাস্তায় গাড়ির (Car) সংখ্যা বেড়ে চলেছে। গাড়ির মালিকদের সংখ্যা বেড়েছে অনেকাংশে। আর এই কারণে অন্যান্য মানুষ এবং পথচারীদের সমস্যাও বেড়ে চলেছে। তাই রাস্তার নিয়ম (New Rules) এবং গাড়ি নিয়ে এখন অনেকটাই কঠোর হয়ে উঠেছে। ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে এখনো পর্যন্ত গাড়ির চালান থেকে শুরু করে বেশ কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে সরকারের তরফে। কী কী নিয়ম আনা হয়েছে, দেখে নিন ঝটপট-
গাড়ি কেনার আগে বয়স হতে হবে ১৮ বছর এবং গাড়ি চালানোর জন্য থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স। গাড়ির বীমা থাকা জরুরি। সঙ্গে থাকতে হবে পলিউশন সার্টিফিকেট। করাতে হবে গাড়ির পারমিটও। এইগুলি করা থাকলে গোটা দেশ ভ্রমণও করা যাবে। কোথাওই কোনো সমস্যায় পড়তে হবে না। কোনো ট্রাফিক পুলিশও আটকাবে না। কিন্তু এই নিয়মগুলি মানা না হলে পড়তে হতে পারে সমস্যায়।
উল্লেখ্য, এই নিয়মগুলি কিন্তু শুধুমাত্র চারচাকা গাড়ির জন্য নয়। দু চাকা গাড়ির জন্যও একাধিক নিয়মে এসেছে পরিবর্তন। দু চাকার যান বাহনের ক্ষেত্রে পুরনো নম্বর প্লেট বদলে ফেলা হচ্ছে। তার বদলে এবার থেকে পাওয়া যাবে নতুন নম্বর প্লেট। এবারের নতুন নম্বর প্লেটে থাকবে একটি বার কোড। এই বার কোডটি স্ক্যান করলেই পাওয়া যাবে গাড়ি সংক্রান্ত সমস্ত তথ্য।
গাড়ি কার নামে রয়েছে, এছাড়াও আরো সব তথ্য পাওয়া যাবে এই বার কোড থেকেই। সরকারের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত প্রায় ২ কোটি ৪২ লক্ষ দু চাকার গাড়িতে এই নতুন নিয়ম চালু করা হয়নি। এই নতুন নিয়ম যত শীঘ্র সম্ভব চালু না করা হলে পড়তে হতে পারে বড় সমস্যায়। নতুন নিয়ম না মানলে রাস্তায় গাড়ি নিয়ে বেরোলেই ধরতে পারে ট্রাফিক পুলিশ। চালান কাটার মতো সমস্যাতেও পড়তে হতে পারে। এমনটা ২০ হাজার টাকা পর্যন্ত খসতে পারে পকেট থেকে। তাই দ্রুত যাবতীয় নিয়ম মেনে গাড়ি নিয়ে রাস্তায় বেরোনোই ভালো।