Hoop NewsHoop Trending

রান্নার গ্যাস থেকে ব্যাংক, আজ থেকেই বদলে যাচ্ছে বেশ কিছু নিয়ম, বিপদে মধ্যবিত্তরা

১ নভেম্বর! অর্থাৎ আজ থেকে দেশজুড়ে একাধিক নতুন নিয়ম জারি হতে চলেছে ভারতের নানা জায়গায়। এর প্রভাব সরাসরি মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের পকেটে পড়তে চলেছে ৷ গ্যাস সিলিন্ডারের বুকিং থেকে ব্যাঙ্ক চার্জ, রেল সংক্রান্ত একাধিক নিয়ম এর মধ্যে সামিল রয়েছে ৷ এর পাশাপাশি আজ থেকে ভারতীয় রেল টাইম টেবিলে পরিবর্তন আসতে চলেছে ৷ এখনই একনজরে জেনে নিন কী কী বদল হতে চলেছে কাল থেকে।

প্রতি মাসে ১ তারিখে গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তিত হয় ৷ এবার গ্যাসের দাম বাড়তেও পারে বা কমতে পারে ৷ অক্টোবর মাসে অয়েল সংস্থাগুলি কর্মাশিয়াল সিলিন্ডারের দাম বাড়িয়ে ছিল ৷ অন্যদিকে কাল থেকে এলপিজি গ্যাস সিলিন্ডারের ডেলিভারির পক্রিয়া বদলাতে চলেছে৷ গ্যাস বুকিংয়ের পর এবার গ্রাহকদের মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে ৷ আর সেই ওটিপি দেখে ডেলিভারি বয়কে বললে সিলিন্ডার ডেলিভারি করা হবে। নতুন সিস্টেম কোড মানলে তবেই গ্রাহকরা সিলিন্ডার পাবে।

ব্যাঙ্কের ক্ষেত্রেও এসেছে এক বিপুল পরিবর্তন। ব্যাঙ্ক অফ বারোদা গ্রাহকদের জন্য আসবে নির্দিষ্ট চার্জ-।ব্যাঙ্কে এবার টাকা জমা ও তোলার জন্য দিতে হবে চার্জ ৷ এই ব্যাঙ্ক সর্বপ্রথম নতুন নিয়ম চালু করতে চলেছে ৷ আগামী মাস থেকে নির্দিষ্ট সীমার বেশি লেনদেন করলে দিতে হবে চার্জ ৷

আজ থেকে রেলেও আসছে বিপুল পরিবর্তন। ভারতীয় রেল গোটা দেশে ট্রেনের সময় পরিবর্তন করেছে৷ প্রথমে অক্টোবরে থেকে সময় সূচি বদলানোর কথা ছিল ৷ তবে এবার ১ নভেম্বর থেকে সেই বদল করা হবে ৷ এর জেরে ১৩,০০০ প্যাসেঞ্জার ট্রেন ও ৭ হাজার মালগাড়ির সময় বদলানো হবে ৷ ৩০টি রাজধানী ট্রেনেরও সময় বদল করা হবে ৷

এছাড়াও প্রত্যেক বুধবার ছাড়া চন্ডীগড় থেকে নয়াদিল্লির মধ্যে যাতায়াত করবে তেজস এক্সপ্রেস ৷ ২২৪২৫ নয়াদিল্লি-চন্ডীগড় তেজস এক্সপ্রেস দিল্লি রেলওয়ে স্টেশন থেকে প্রত্যেক সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার ও রবিবার সকাল ৯.৪০ মিনিটে ছাড়বে এবং চন্ডীগড় পৌঁছে যাবে দুপুর ১২.৪০ র মধ্যে ৷ অন্যদিকে দুপুর ২.৩৫ চন্ডীগড় থেকে চন্ডীগড়-নয়াদিল্লি তেজস এক্সপ্রেস ছাড়বে এবং দিল্লি পৌঁছে যাবে বিকেল ৫.৩০টায় ৷

Related Articles