Lifestyle: সামান্য ক্যালেন্ডার দিয়েই বদলে যাবে ভাগ্য, নতুন বছরে এই বাস্তু টিপস কাজে লাগবেই
নতুন বছর মানে, দেওয়ালে একটা নতুন ক্যালেন্ডার তো নিশ্চয়ই চলে থাকবে। কিন্তু ক্যালেন্ডার দেওয়ার ক্ষেত্রে আপনাকে মেনে চলতে হবে, কতগুলো নিয়ম এই নিয়মগুলো না মানলে কিন্তু আপনার জীবনে ঘটে যাবে অশান্তি। কিন্তু নতুন বছর শুরু হতে হতেই ক্যালেন্ডার এর ক্ষেত্রে আপনাকে মেনে চলতে হবে, এই সহজ নিয়মগুলি অনেক সুন্দর জীবন যাপন করুন। ক্যালেন্ডার মানেই অনেকে ভাবেন শুধু তো তারিখ দেখার জন্য তা জানার জন্য এত নিয়ম মানার প্রয়োজন কি? কিন্তু বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, ক্যালেন্ডার আপনার জীবনে অনেকখানি একটা জায়গা তৈরি করতে পারে। তাই নতুন বছরকে যদি সুন্দর করতে চান তাহলে অবশ্যই নিয়ম মেনে ক্যালেন্ডার লাগান।
১) ছেঁড়া ক্যালেন্ডারের প্রয়োজন নেই – ক্যালেন্ডার ছেঁড়া অবস্থাতে কখনোই দেওয়ালে ঝোলাতে নেই, তাহলে কিন্তু আপনার জীবনে বিপদ আরও ঘনিয়ে আসতে পারে। বিপদ থেকে যদি রক্ষা পেতে চান, তাহলে ছেঁড়া ক্যালেন্ডার আজকে থেকেই সরিয়ে দিন।
২) পুরনো ক্যালেন্ডার সরিয়ে দিন – পুরনো ক্যালেন্ডার কখনো নতুন বছরে ঘরে রাখবেন না আমাদের অনেকের অভ্যাস আছে পুরনো ক্যালেন্ডারের উপরে নতুন ক্যালেন্ডার গুলোকে রাখেন, কিন্তু আপনি কি জানেন এটা হলে আপনার নতুন বছর কিন্তু মোটেই ভালো কাটবে না।
৩) মা- লক্ষ্মীর ছবি ক্যালেন্ডারে রাখতে পারেন – অনেক সময় মা লক্ষ্মীর ছবিওয়ালা ক্যালেন্ডার দেখতে পাওয়া যায় কিংবা লক্ষী নারায়নের ছবি এই ক্যালেন্ডার আপনার জন্য অত্যন্ত শুভ।
৪) সঠিক দিকে ক্যালেন্ডার ঝোলান – সঠিক দিকে ঝুলাতে হবে উত্তর, পূর্ব এবং পশ্চিম দিকে ঝোলালে আপনার জীবনে অনেক সুখ সমৃদ্ধি বেড়ে যাবে। পূর্ব দিকে ক্যালেন্ডার ঝোলানো অত্যন্ত শুভ।
৫) বাস্তু মতে, ক্যালেন্ডারে রং – নীল সাদা সবুজ এই রঙ গুলো ক্যালেন্ডারে অধিক পরিমাণে থাকলে তা আপনার জন্য অত্যন্ত শুভ, বর্তমানে অনেক সময় ক্যালেন্ডারকে অনেক বেশি সৌখিন এবং আধুনিক করার জন্য কালো বা খয়রি রঙের ব্যবহার করা হয়, বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, এই রং একেবারেই আপনার জন্য শুভ নয়।
Disclaimer: বাস্তুবিদদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে প্রতিবেদনটি লেখা হয়েছে। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।