Payel De: ছোটপর্দায় নয়া রূপে আবির্ভূতা পায়েল, চমকে গেলেন সকলে
পায়েল দে (Payel De) মানেই পৌরাণিক কাহিনীর দেবী। অন্তত কেরিয়ারের গোড়া থেকেই পায়েল দেবীর চরিত্রে অভিনয় করছেন। তবে যখন তাঁকে সাধারণ গৃহবধূর চরিত্রে অভিনয়ের জন্য বাছাই করা হয়েছে, পায়েল তখন সেখানেও দেখিয়েছেন নিজের সাবলীলতা। পাশাপাশি ‘ইন্দু’-তে তিনি মানসিক বিকারগ্রস্ত এক মহিলা। প্রায় সব ধরনের চরিত্রেই নিজের দক্ষতা প্রমাণ করেছেন পায়েল। কিন্তু আবারও তাঁকে একবার দেখা যেতে চলেছে দেবীর চরিত্রে। রামপ্রসাদের আরাধ্যা মা কালীর চরিত্রে আবারও নতুন করে অবতীর্ণ হলেন পায়েল। সম্প্রতি ভাইরাল হয়েছে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘রামপ্রসাদ’-এর প্রোমো। তাতেই মা কালীর রূপে দেখা মিলেছে পায়েলের।
শাক্ত সাধক রামপ্রসাদের জীবনী অবলম্বনে তৈরি এই ধারাবাহিকটির প্রযোজক সুরিন্দর ফিল্মস। রামপ্রসাদের ভূমিকায় অভিনয় করছেন সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। প্রোমোয় দেখানো হয়েছে রামপ্রসাদের জীবনের প্রথম ভাগ। নববিবাহিত রামপ্রসাদকে বাসরঘরে নিয়ে এসে আত্মীয়ারা গান গাইতে বলেন। বরবেশী রামপ্রসাদ শ্যামাসঙ্গীত গাইতে শুরু করেন। আত্মীয়ারা তা দেখে সন্দেহ প্রকাশ করেন, এই ছেলে সংসার করবে কিনা! লজ্জা পেয়ে বাসর ঘর থেকে বেরিয়ে যান রামপ্রসাদ। কিন্তু তাঁর সামনে হঠাৎই আবির্ভূতা হন এক মহিলা যাঁর গায়ের রঙ ঘন কৃষ্ণবর্ণ। লাল পাড় কোরা শাড়ি পরনে, সিঁথিতে সিঁদুর, নাকে নথ ও গায়ে সোনার গয়না পরা মহিলার কপালে লাল টিপ, মাথায় ঘোমটা। সবকিছুতেই যেন মাতৃত্বের ছোঁয়া। হাতে বরণডালা।
তিনি আলতা রাঙা পায়ে হেঁটে আসেন রামপ্রসাদের সামনে। বুঝতে পারেন, আত্মীয়াদের কৌতুকে অপমানিত বোধ করেছেন রামপ্রসাদ। নতুন বর তাঁকে বলেন, বিয়ের রাতে শ্যামাসঙ্গীত গেয়ে তিনি ঠাট্টার পাত্র হয়েছেন। সংসার করলে কি মাকে পাওয়া যায় না? রামপ্রসাদের প্রশ্নের উত্তর ওই মহিলা বলেন, সংসার মা ছাড়া অসম্পূর্ণ। সকলে তা বোঝে না। কিন্তু রামপ্রসাদকেই প্রমাণ করতে হবে, সংসারে থেকেও মাকে পাওয়া যায়। রামপ্রসাদ মায়ের উপর ভরসা রেখে আবারও শ্যামাসঙ্গীত গাইতে গাইতে এগিয়ে যান উঠানে। তিনি বুঝতেও পারেন না, কখন সেই মহিলা রূপান্তরিত হয়েছেন মা কালীর মহিমায়। মা বলেন, একদিন রামপ্রসাদের গান তাঁকে পৌঁছে দেবে সবার ঘরে ঘরে। মিলিয়ে যান মা। ততক্ষণে আসেন শর্বাণী, রামপ্রসাদের নববিবাহিতা স্ত্রী। তিনি বুঝেছেন তাঁর স্বামীকে।
খুব শীঘ্রই স্টার জলসায় সম্প্রচারিত হতে চলেছে ‘রামপ্রসাদ’। সব্যসাচী ফিরছেন তাঁর মায়ের কাছে, শাক্ত সাধকের রূপে।
View this post on Instagram