Hoop Tech

ঘরে বসেই অনলাইনে মোবাইলের সিম অন্য নেটওয়ার্কে পোর্ট করবেন কিভাবে

এমন বহু মানুষ আছেন যারা নিজের মোবাইল নেটওয়ার্ক নিয়ে সন্তুষ্ট নন। অনেক সময় তাদের এলাকায় সেই কোম্পানির নেটওয়ার্ক ঠিক করে চলতে চায় না। আবার অনেক সময় তাদের মনে হয় যে তার নিজের নেটওয়ার্ক এর প্ল্যান এর মূল্য অনেক বেশি। আবার অনেক সময় বেশ কিছু নেটওয়ার্কে ইন্টারনেট কানেকশন খুব খারাপ থাকে। এই কারণে প্রয়োজন হয় মোবাইল নম্বর অন্য নেটওয়ার্কে পোর্ট করানোর। কিন্তু বর্তমানে লকডাউন চলাকালীন সময়, এবং করণা আবহের কারণে অনেকেই বাড়ি থেকে বের হতে দ্বিধা বোধ করছেন। তাই এখানে আমরা আপনাদের জানাচ্ছি যে কিভাবে আপনারা অনলাইনে নিজের মোবাইল নম্বর অন্য নেটওয়ার্কে পোর্ট করাতে পারবেন।

কিভাবে করাবেন পোর্ট জিও নেটওয়ার্কে-
১. প্রথমে গুগল প্লে স্টোর থেকে মাইজিও অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন।
২. এরপর এপ্লিকেশনটি খুলুন এবং সেখানে থাকা পোর্ট অপশনে ক্লিক করুন।
৩. এখানে আপনারা দুটি অপশন পাবেন – প্রথমে জানানো হবে যে আপনি নতুন জিও সিম নিতে চান কিনা। এবং দ্বিতীয় অপশনে থাকবে যে আপনি নিজের নম্বর অন্য নেটওয়ার্কে পোর্ট করাতে চান কিনা।
৪. আপনি অবশ্যই সিলেট করবেন দ্বিতীয় অপশনটি যদি আপনি নিজের নম্বর পরিবর্তন করতে না পছন্দ করেন।
৫. এরপর প্রিপেইড এবং পোস্টপেইড নেটওয়ার্কের থেকে একটি বেছে নিন।
৬. নিজের লোকেশন কনফার্ম করুন।
৭. এরপর দুটি অপশন পাবেন আপনি – ডোর স্টেপ এবং স্টোর পিকআপ। যদি আপনি জিওস্টরে যেতে না চান তাহলে অবশ্যই দ্বিতীয় অপশনটি সিলেক্ট করুন। তারপর নিজের পছন্দমতো তারিখ এবং সময় পছন্দ করুন। তারপর আপনার বাড়িতে আপনার নতুন জিও সিম পৌঁছে যাবে নির্দিষ্ট সময়ে।

কিভাবে পোর্ট করবেন এয়ারটেল নেটওয়ার্ক –
১. এর জন্য আপনাকে প্রথমে এয়ারটেল থ্যাংকস অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে।
২. তারপর আপনি আপনার পছন্দমত প্ল্যান সিলেক্ট করবেন। তারপর নিজের পোর্ট ইন রিকোয়েস্ট কনফার্ম করুন।
৩. তারপর এয়ারটেল আপনার বাড়িতে একজন এক্সিকিউটিভ পাঠাবে। সে আপনার কাছ থেকে আপনার সমস্ত ডিটেইলস গ্রহণ করবে এবং আপনাকে নতুন সিম দিয়ে দেবে।
৪. তারপর আপনি আপনার মোবাইল নম্বরে নিজের নতুন সিম প্রবেশ করিয়ে এক্টিভেট করতে পারবেন নতুন এয়ারটেল সিম কার্ড।

কিভাবে পোর্ট করাবেন ভোডাফোন আইডিয়া নেটওয়ার্কে –
১. ডাউনলোড করুন প্রথমে ভোডাফোন আইডিয়া অ্যাপ্লিকেশন এবং সেখানে নিজের নাম কনট্যাক্ট নম্বর এবং শহর এন্টার করুন।
২. তারপর আপনার পছন্দমত ভোডাফোন রেড পোস্ট পেইড প্লান বেছে নিন।
৩. তারপরে সুইচ টু ভোডাফোন বাটনে ক্লিক করুন।
৪. আপনার বাড়ির ঠিকানা এবং পিনকোড এন্টার করুন। আগামী কিছুদিনের মধ্যেই আপনার বাড়িতে নতুন সিম এসে দিয়ে যাবে ভোডাফোনের এক্সিকিউটিভরা।

whatsapp logo