Bengali SerialHoop Plus

Pallavi Dey: পল্লবীর মৃত্যু নিয়ে মুখ খুললেন বাবা ও ভাই

আজ অর্থাৎ রবিবার সকালেই খারাপ খবরে দিন শুরু হয়। নিজের ঘরে বেডশিট দিয়ে গলা পেঁচিয়ে আত্মহত্যা করেন টেলি অভিনেত্রী পল্লবী দে। মৃত্যুর কারণ এখনও পর্যন্ত ধোঁয়াশা। তবে সকলেরই অনুমান ব্যাক্তিগত কারণ অর্থাৎ প্রেমের সম্পর্কে কোনরকম জটিলতা তৈরি হয়েছিল নিশ্চয়, এবং লভ ইস্যু এই আত্মহত্যার মূল কারণ।

প্রয়াত অভিনেত্রীর বন্ধু তথা সহ অভিনেতা সায়ক চক্রবর্তী বলেন, ‘পল্লবীর সঙ্গে ওর বয়ফ্রেন্ডের সমস্যা ছিল। কী প্রবলেম ছিল জানি না। শুধু জানি ও খুব ভালো মেয়ে এটা করতে পারে না। ওদের দুজনের মধ্যেই সমস্যা ছিল। দুদিন আগে আমরা একসঙ্গে খেতে গিয়েছিলাম, সেদিন সমস্যার কথা বলছিল,ও কাঁদছিল। আমি বলেছিলাম তোরা একসঙ্গে না থাকতে পারলে ব্রেকআপ করে নে। ওর এই মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছি না।’

কে ছিলেন পল্লবীর বয় ফ্রেন্ড? পুলিশি তদন্তে জানা যায়, পল্লবীর লিভ ইন পার্টনারের নাম সাগ্নিক চক্রবর্তী। গত মাসে অর্থাৎ এপ্রিলের শেষের দিকে পল্লবী ও সাগ্নিক স্বামী স্ত্রী হিসেবে একটি আবাসন ভাড়া নেন। ওই আবাসনের সকলেই জানতেন এরা স্বামী স্ত্রী, যদিও পল্লবী বিয়ে করেননি সাগ্নিক চক্রবর্তীকে। তারা একসঙ্গে লিভ ইন করতেন। কিন্তু, ঘটনাচক্রে গতকাল রাতে তারা দুজন আলাদা ঘরে ঘুমোন এবং সকলেই অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার হয়।

কী বলছেন এই মৃত্যু সম্পর্কে পল্লবীর বাড়ির লোকজন? পল্লবীর বাড়ির প্রত্যেকের দাবি এটা আত্মহত্যা হতেই পারে না, হতে পারে খুন। পল্লবীর বাবার দাবি তার মেয়ে গতকাল রাতেই ফোন করে জানে ধোঁকা কিভাবে রান্না করতে হয়, দিব্যি হাসিখুশি মেয়ে কিভাবে আত্মহত্যা করতে পারে!! পাশাপাশি অভিনেতা ভরত কল এই মৃত্যু নিয়ে শোক প্রকাশ করে বলেন, ,’গত পরশু অবধি আমরা একসঙ্গে শুট করেছি। ওকে দেখে কখনও মনে হয়নি এরকম কিছু করতে পারে। খুবই প্রাণবন্ত মেয়ে ছিল। কাজে কখনও খামতি দেখা যায়নি। গত ১২ তারিখ আমার মেয়ের জন্মদিনেও গিয়েছিল, অনেকক্ষণ ছিল। কিছুই বুঝতে পারিনি। এরা বাবা মায়ের কথা ভাবে না।’

Related Articles