Arpita Mukherjee: ব্ল্যাক কফি থেকে ফলের রস, বহাল তবিয়তে রাজকীয় ডায়েট মেনটেইন সুন্দরী অর্পিতার
রাজা মশাই বাইরে, মন্ত্রী মশাই জেলে। পেয়াদারা সব বাইরে মৌমাছির মতো ভন ভন করছে। কিন্তু, মধুচক্রের মধু যে এখন ইডি-র হাতে। টাকা, সোনা, নারী, প্রেম সবই এখন ইডি-র দখলে। এমনকি নিত্যদিনের খাবারের রুটিন সেটিও ইডি ঠিক করবে।তাহলে আর কি রইলো? এত চুরি চামারি, জোচ্চুরি, ঘুষ, সব কিছুই শেষ এক লহমায়। সবে একুশের ভোট নানান স্কিমের মধ্যে দিয়ে তৃণমূল একচ্ছত্র অধিকার আদায় করেছিল ঠিকই কিন্তু একি কাণ্ড এ যে গঙ্গা জলে গঙ্গার পুজো!!
খাবারের রুটিন বলতে একটা মজাদার তথ্য সামনে এসেছে। যাদের ঢেঁকুরে থাকে ইলিশ, খাসির গন্ধ, তাদের পাতে এখন শুকনো ক্রিম ক্রেকার! চলুন এক নজরে দেখে নিই ইডি হেফাজতে বসে পার্থ অর্পিতা কি কি হজম করছেন কঠিন জেরার পাশাপাশি।
পার্থ চট্টোপাধ্যায়ের মেনু
সকালে – ক্রিম ক্রেকার বিস্কুট ২ টি, সঙ্গে এক কাপ লিকার চা সুগার ফ্রি।
এরপর – ওটস দিয়ে খিচুড়ি
বেলা বাড়তেই ফলের রস এক গ্লাস
দুপুরে মোসম্বি ফল
দুপুরের লাঞ্চে ভাত/রুটি ডাল, সবজি, মাছ, চিকেনের ঝোল। (মটন অর্থাৎ পাঁঠার মাংস খেতে চেয়েছিলেন। কিন্তু, ইডি শেষে মুরগী র মাংসের দুই পিস দেয়।
সন্ধ্যায় তেলেভাজা খেতে চান। কিন্তু, পান – বিস্কুট ।
রাতে – দুটি রুটি আর সবজি।
সারাদিন ১ লিটার ors মিশ্রিত জল।
অর্পিতা মুখোপাধ্যায়ের মেনু
ব্ল্যাক কফি, ড্রাই ফ্রুটস চেয়েছেন অভিনেত্রী অর্পিতা। উকিল এনেছেন। কিন্তু, ইডি দেয়নি। তাহলে কি খাচ্ছেন অর্পিতা?
সকালে – ক্রিম ক্রেকার বিস্কুট ২ টি, সঙ্গে এক কাপ লিকার চা সুগার ফ্রি।
এরপর – ৪ পিস ব্রাউন ব্রেড, ডিম সেদ্ধ, কলা।
১ ঘণ্টা পর ফলের রস, দুপুরে মৌসুম্বি।
এরপর লাঞ্চে ভাত, রুটি, ডাল, সবজি, মাছ।
সন্ধ্যেবেলা চা-বিস্কুট।
রাত্রিবেলার খাবারে ২ রুটি আর সবজি।