whatsapp channel

Petrol & Diesel Price: কলকাতাসহ জেলায় পেট্রোল-ডিজেলের দামে ফের বড়সড় পরিবর্তন! মাথায় হাত মধ্যবিত্ত মানুষের

আন্তর্জাতিক বাজারে ক্রমে বেড়েই চলেছে অপরিশোধিত তেলের দাম। যার প্রভাব পড়ছে দেশীয় বাজারে। নতুন বছরেও অব্যহত পেট্রোল ও ডিজেলের দাম। পশ্চিমবঙ্গে জ্বালানি তেলের দাম তুলনামূলক বেশি। তাই ইতিমধ্যে পেট্রোলের দাম…

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

Advertisements
Advertisements

আন্তর্জাতিক বাজারে ক্রমে বেড়েই চলেছে অপরিশোধিত তেলের দাম। যার প্রভাব পড়ছে দেশীয় বাজারে। নতুন বছরেও অব্যহত পেট্রোল ও ডিজেলের দাম। পশ্চিমবঙ্গে জ্বালানি তেলের দাম তুলনামূলক বেশি। তাই ইতিমধ্যে পেট্রোলের দাম ১০৭ টাকা প্রতি লিটারের কাছে ঘোরাফেরা করছে, অন্যদিকে ডিজেল প্রায় ৯৪ টাকা প্রতি লিটার ছুঁইছুঁই।

Advertisements

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পেট্রোল ও ডিজেলের দাম ভিন্ন ভিন্ন হয়। মঙ্গলবার মধ্যরাত থেকে কিছু জেলায় যেমন কমেছে পেট্রোল ও ডিজেলের দাম, তেমনই কিছু জেলায় বৃদ্ধি পেয়েছে দাম। দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া জেলায় দাম কমেছে পেট্রল, ডিজেলের। এদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, হুগলি, মালদা, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় জ্বালানির দাম বেড়েছে। এখন একনজরে দেখে নিন রাজ্যের সব জেলায় মঙ্গলবার কি দামে বিকোচ্ছে জ্বালানি তেল।

Advertisements

(১) আলিপুরদুয়ার: আজ পেট্রোলের দাম- ১০৭.২৬ টাকা/লিটার; ডিজেলের দাম- ৯৩.৯০ টাকা/লিটার।

Advertisements

(২) বাঁকুড়া: আজ পেট্রোলের দাম- ১০৬.২৮ টাকা/লিটার; ডিজেলের দাম- ৯৩.০১ টাকা/লিটার।

Advertisements

(৩) বীরভূম: আজ পেট্রোলের দাম- ১০৬.৬৪ টাকা/লিটার; ডিজেলের দাম- ৯৩.৩৪ টাকা/লিটার।

(৪) কোচবিহার: আজ পেট্রোলের দাম- ১০৭.৩৯ টাকা/লিটার; ডিজেলের দাম- ৯৩.০৩ টাকা/লিটার।

(৫) উত্তর দিনাজপুর: আজ পেট্রোলের দাম- ১০৬.৭৫ টাকা/লিটার; ডিজেলের দাম- ৯৩.৪৩ টাকা/লিটার।

(৬) দক্ষিণ দিনাজপুর: আজ পেট্রোলের দাম- ১০৬.৩৬ টাকা/লিটার; ডিজেলের দাম- ৯৩.০৭ টাকা/লিটার।

(৭) দার্জিলিং: আজ পেট্রোলের দাম- ১০৫.৯৮ টাকা/লিটার; ডিজেলের দাম- ৯২.৭২ টাকা/লিটার।

(৮) হুগলি: আজ পেট্রোলের দাম- ১০৬.৫১ টাকা/লিটার; ডিজেলের দাম- ৯৩.২১ টাকা/লিটার।

(৯) জলপাইগুড়ি: আজ পেট্রোলের দাম- ১০৫.৭৩ টাকা/লিটার; ডিজেলের দাম- ৯২.৪৮ টাকা/লিটার।

(১০) ঝাড়গ্রাম: আজ পেট্রোলের দাম- ১০৬.৮৯ টাকা/লিটার; ডিজেলের দাম- ৯৩.৫৩ টাকা/লিটার।

(১১) মালদা: আজ পেট্রোলের দাম- ১০৫.৯৬ টাকা/লিটার; ডিজেলের দাম- ৯২.৭০ টাকা/লিটার।

(১২) কলকাতা: আজ পেট্রোলের দাম- ১০৬.০৩ টাকা/লিটার; ডিজেলের দাম- ৯২.৭৬ টাকা/লিটার।

(১৩) কালিম্পঙ: আজ পেট্রোলের দাম- ১০৫.৯৮ টাকা/লিটার; ডিজেলের দাম- ৯২.৭১ টাকা/লিটার।

(১৪) হাওড়া: আজ পেট্রোলের দাম- ১০৬.০৩ টাকা/লিটার; ডিজেলের দাম- ৯২.৭৬ টাকা/লিটার।

(১৫) মুর্শিদাবাদ: আজ পেট্রোলের দাম- ১০৭.০১ টাকা/লিটার; ডিজেলের দাম- ৯৩.৬৮ টাকা/লিটার।

(১৬) উত্তর ২৪ পরগনা: আজ পেট্রোলের দাম- ১০৬.৭৬ টাকা/লিটার; ডিজেলের দাম- ৯৩.৪৫ টাকা/লিটার।

(১৭) দক্ষিণ ২৪ পরগনা: আজ পেট্রোলের দাম- ১০৬.২২ টাকা/লিটার; ডিজেলের দাম- ৯২.৯৪ টাকা/লিটার।

(১৮) নদীয়া: আজ পেট্রোলের দাম- ১০৭.২৫ টাকা/লিটার; ডিজেলের দাম- ৯৩.৯০ টাকা/লিটার।

(১৯) পূর্ব মেদিনীপুর: আজ পেট্রোলের দাম- ১০৬.৩৭ টাকা/লিটার; ডিজেলের দাম- ৯৩.০৫ টাকা/লিটার।

(২০) পশ্চিম মেদিনীপুর: আজ পেট্রোলের দাম- ১০৬.৯০ টাকা/লিটার; ডিজেলের দাম- ৯৩.৯০ টাকা/লিটার।

(২১) পূর্ব বর্ধমান: আজ পেট্রোলের দাম- ১০৬.৪২ টাকা/লিটার; ডিজেলের দাম- ৯৩.১৩ টাকা/লিটার।

(২২) পশ্চিম বর্ধমান: আজ পেট্রোলের দাম- ১০৫.৮৬ টাকা/লিটার; ডিজেলের দাম- ৯২.৬১ টাকা/লিটার।

(২৩) পুরুলিয়া: আজ পেট্রোলের দাম- ১০৬.৮৫ টাকা/লিটার; ডিজেলের দাম- ৯৩.৫৩ টাকা/লিটার।

whatsapp logo
Advertisements
Debaprasad Mukherjee
Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা