Finance NewsHoop News

Market Price: টমেটো-কাঁচালঙ্কার পর এবার দাম বাড়ছে রোজকার প্রয়োজনীয় এই সবজির

বিগত কয়েক মাসে দ্রব্যমূল্য বৃদ্ধি যেন গোটা দেশে এক চরম সমস্যা হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের কাছে। মশলাপাতি থেকে সবজি, মাছ-মাংস, চাল ও ডাল- সবকিছুর দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। বলা বাহুল্য, খুব অল্প সময়ে বেশি হারে ঘটেছে এই মূল্যবৃদ্ধি। বর্ষার শুরুতেই কার্যত এভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির ছবিটা ধরা পড়েছে আমাদের রাজ্যেও। পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রভাব যে বিভিন্ন সামগ্রীর পরিবহনে পড়ছে, তা মোটামুটি পরিষ্কার হয়েছিল নাগরিকদের কাছে। একইসঙ্গে মুদ্রাস্ফীতি ঘটছে দিনের পর দিন। আর এই সবকিছু মিলিয়ে যেন খেয়ে-পরে বেঁচে থাকাটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল মধ্যবিত্তদের কাছে।

মাসখানেক আগে টমেটো, কাঁচালঙ্কা, রসুন ও আদার দাম বেড়ে গিয়েছিল আচমকা। সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছিল এই জিনিসগুলি। তবে সেগুলির দাম এখন কিছুটা কমে এলেও এখন আবার চোখ রাঙাচ্ছে আলু। অন্যান্য সবজির দামও উর্ধমুখী। এখন দেখে নিন রাজ্যের বাজারে বাজারদরের চিত্রটা মোটামুটি কিরকম।

■ আলুর দাম: বাজারে বিভিন্নরকম আলু বিক্রি হচ্ছে। তার মধ্যে সব আলুর দামই উর্ধমুখী। একনজরে দেখে নিন বিভিন্নরকম আলুর দাম।

● চন্দ্রমুখী আলু : ২৮-৩০ টাকা প্রতি কেজি
● জ্যোতি আলু : ২২-২৪ টাকা প্রতি কেজি

■ সবজির দাম বিভিন্নরকম সবজির দামও রয়েছে উর্ধমুখী। একনজরে দেখে নিন বাজারদর।

● পটল : ৫০-৬০ টাকা প্রতি কেজি
● আদা : ৩০০-৩২০ টাকা প্রতি কেজি
● ঢ্যাঁড়শ : ৩৫-৪০ টাকা প্রতি কেজি
● কুমড়ো : ৪০-৪৫ টাকা প্রতি কেজি
● বেগুন : ৫০-৬০ টাকা প্রতি কেজি
● টমেটো : ১৫০-১৭০ টাকা প্রতি কেজি
● কাঁচালঙ্কা : ১২০-১৩০ টাকা প্রতি কেজি

■ মাছের দাম: বিগত কয়েকদিন ধরে মাছের দামও বেড়েছে উল্লেখযোগ্য হারে। একনজরে দেখে নিন বাজারদর।

● রুই মাছ : ২৫০-৩০০ টাকা প্রতি কেজি
● কাতলা মাছ : ৩৫০-৪০০ টাকা প্রতি কেজি
● ভেটকি মাছ : ৫০০-৫৫০ টাকা প্রতি কেজি
● পাবদা মাছ : ৪০০-৪৫০ টাকা প্রতি কেজি
● কাতলা মাছ : ৩৫০-৪০০ টাকা প্রতি কেজি
● ইলিশ মাছ : ৭০০-১,৬০০ টাকা প্রতি কেজি
● তেলাপিয়া মাছ : ১৬০-২০০ টাকা প্রতি কেজি
● বাটা মাছ : ১৯০-২০০ টাকা প্রতি কেজি
● লটে মাছ : ৮০-১২০ টাকা প্রতি কেজি

■ মাংসের দাম: মাংসের দামও বিগত দিনে বেড়েছে ভালোরকম। দেখে নিন মাংসের বাজারদর।

● চিকেন : ১৯০-২০০ টাকা প্রতি কেজি
● গোটা মুরগি : ১৫০ টাকা প্রতি কেজি
● দেশি মুরগি : ৪০০ টাকা প্রতি কেজি
● কক : ২৮০-৩০০ টাকা প্রতি কেজি
● মাটন : ৭৫০-৮০০ টাকা প্রতি কেজি

Related Articles