whatsapp channel

Puja Destination: নিরিবিলিতে সময় কাটাতে চান! পুজোর ছুটিতে ঘুরে আসুন এই ৫ জায়গা থেকে,

কলকাতার ভিড়ভাট্টা জায়গা যদি ভালো না লাগে তাহলে মনের মানুষকে সাথে নিয়ে কিংবা পরিবারকে সাথে নিয়ে এক দু দিনের ছুটি নিয়ে ঘুরেই আসতে পারেন, কলকাতার কাছে পিঠে দু একটি সমুদ্রের…

Shreya Chatterjee

Shreya Chatterjee

কলকাতার ভিড়ভাট্টা জায়গা যদি ভালো না লাগে তাহলে মনের মানুষকে সাথে নিয়ে কিংবা পরিবারকে সাথে নিয়ে এক দু দিনের ছুটি নিয়ে ঘুরেই আসতে পারেন, কলকাতার কাছে পিঠে দু একটি সমুদ্রের জায়গা থেকে। রাস্তায় যেতে যেতে দু-একটা দুর্গাপুজো দেখে নিতে পারেন। বাঙালির ঘুরে বেড়াবার জায়গা মানে দীঘা, পুরী, দার্জিলিং তবে এবার কলকাতার কাছে পিঠে পাঁচটি অসাধারণ সমুদ্রতট এর খোঁজ আজকে আমরা দিতে চলেছি।

পুজোর সময় অনেকেই বাড়িতে থাকতে চান না, আর কলকাতার এই এত ভিড়ভাট্টা থেকে যদি একটু নিরিবিলি জায়গা খুঁজতে চান। তাহলে এই সমুদ্রতটগুলি আপনার জন্য একেবারে উপযুক্ত গন্তব্যস্থল। খুব একটা বেশি সময় লাগবে না, মোটামুটি তিন চার ঘন্টা সময়ের মধ্যেই আপনি পৌঁছে যাবেন অসাধারণ শান্তির এই জায়গাগুলিতে।

১)সাগর বিচ- কলকাতা থেকে ১২০ কিলোমিটার দূরত্বে ব্যবধানেই আপনি পৌঁছে যেতে পাবেন অসাধারণ এই জায়গাটিতে। অক্টোবর থেকে জানুয়ারি মাস হল এখানে বেড়াতে যাওয়ার জন্য উপযুক্ত সময়। সমুদ্রের কাছে রয়েছে প্রচুর হোটেল এবং রিসর্ট। এখানকার কাছে পিঠের বিচ হলো গঙ্গাসাগর।

Puja Destination: নিরিবিলিতে সময় কাটাতে চান! পুজোর ছুটিতে ঘুরে আসুন এই ৫ জায়গা থেকে,

২)বকখালি- কলকাতা থেকে কাছেপিঠের সবচেয়ে অসাধারণ বেড়াতে যাওয়া জায়গা হল বকখালি। মোটামুটি কলকাতা থেকে গাড়ি নিয়ে যদি যান তাহলে সময় লাগবে চার থেকে পাঁচ ঘন্টা কলকাতা থেকে দূরত্ব ১৩০ কিলোমিটার। এখান থেকে নৌকায় করে যেতে পারেন জম্বু দ্বীপ আইল্যান্ড।

Puja Destination: নিরিবিলিতে সময় কাটাতে চান! পুজোর ছুটিতে ঘুরে আসুন এই ৫ জায়গা থেকে,

৩)কিরণ সমুদ্রতট- সময় লাগবে মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা। ১৩৮ কিলোমিটার দূরত্ব রয়েছে। সমুদ্র, ঝাউবন ইত্যাদি দেখার পাশাপাশি এখানে গেলে বাড়তি পাওনা হবে প্রচুর পাখি দেখা।

Puja Destination: নিরিবিলিতে সময় কাটাতে চান! পুজোর ছুটিতে ঘুরে আসুন এই ৫ জায়গা থেকে,

৪)তাজপুর – দিঘা থেকে খুব বেশি দূরত্ব নয়, অসাধারণ এই জায়গাটি তাজপুর থেকে ঘুরে আসতে পারেন দীঘা, মন্দারমনি খুব সহজেই। সমুদ্রের ধারে ধারেই রয়েছে খুব সুন্দর রেস্টুরেন্ট।

Puja Destination: নিরিবিলিতে সময় কাটাতে চান! পুজোর ছুটিতে ঘুরে আসুন এই ৫ জায়গা থেকে,

৫) তালসারি – মোটামুটি কলকাতা থেকে দূরত্ব ১৮০ কিমি। যেতে সময় লাগে পাঁচ থেকে ছয় ঘন্টা। গাড়ি নিয়ে একবার ঘুরেই আসতে পারেন প্রত্যেকটা সমুদ্রতট থেকে।

whatsapp logo
Shreya Chatterjee
Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক