Hoop News

Train Cancelled: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার জেরে বাতিল হল ১৯টি ট্রেন, বিপাকে পড়তে পারেন যাত্রীরা

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা মেরেছে। যার জন্য ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে উদ্ধার কাজ। এখনো দুর্ঘটনাগ্রস্থ লাইন স্বাভাবিক হয়নি, তার জন্য বাতিল হয়েছে উনিশটি ট্রেন। তবে বেশ কয়েকটি ট্রেনের আবার গতিপথ পরিবর্তন করে দেওয়া হয়েছে, তাই আর দেরি না করে চটপট দেখে নিন সেই তালিকা।

১৯৬০২ নিউ জলপাইগুড়ি-উদয়পুর সিটি উইকলি এক্সপ্রেস
২০৫০৩ ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস
১২৪২৩ ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস
০১৬৬৬ আগরতলা-রানি কমলাপাতি স্পেশাল ট্রেন
১২৩৭৭ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস

০৬১০৫ নাগেরকোল জং-ডিব্রুগড় স্পেশাল
২০৫০৬ নিউ দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস
১২৪২৪ নিউ দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস
২২৩০১ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত
১২৩৪৬ গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস
১২৫০৫ কামাখ্যা-আনন্দবিহার নর্থইস্ট এক্সপ্রেস
১২৫১০ গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেস
২২৩০২ নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত
১৫৬২০ কামাখ্যা-গয়া এক্সপ্রেস
১৫৯৬২ ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস
১৫৬৩৬ গুয়াহাটি-ওখা এক্সপ্রেস
১৫৯৩০ নিউ তিনসুকিয়া-তামব্রম এক্সপ্রেস
১৩১৪৮ বামণহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস
২২৫০৪ ডিব্রুগড়-কন্যাকুমারী এক্সপ্রেস

১২৩৭৭ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস
০৬১০৫ নাগেরকোলি-ডিব্রুগড় স্পেশাল
২০৫০৬ নয়াদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস
১২৪২৪ নয়াদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস
২২৩০১ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ঘোরানো হবে আলুয়াবাড়ি রেল জংশন-বাগডোগরা-শিলিগুড়ি- নিউ জলপাইগুড়ি লাইনে।
১৯৬০২ নিউ জলপাইগুড়ি-উদয়পুর সিটি এক্সপ্রেস
২০৫০৩ ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস
১২৪২৩ ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস
০১৬৬৬ আগরতলা-রানি কমলাপতি হাবিবগঞ্জ স্পেশাল ঘোরানো হবে নিউ

জলপাইগুড়ি-শিলিগুড়ি-বাগডোগরা-আলুয়াবাড়ি রেল জংশন লাইনে পাঠানোর সিদ্ধান্ত নেওযা হয়েছে।

Related Articles