Hoop News

Weather Update: বর্ষা আসলেও পরিমান মতো বৃষ্টি হবেনা, চরম দুঃসংবাদ আবহাওয়া দপ্তরের

এতদিন পরে বর্ষা ঢুকলেও আপাতত বৃষ্টির তেমন কোন সম্ভাবনা দেখছে না আবহাওয়া দপ্তর। শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরো কমে যেতে পারে গতকাল প্রবেশ করেছে বর্ষা কিন্তু শুক্রবারে দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়লেও চিন্তার ভাঁজ এখনো কপালে রয়েছে। বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঝমঝমিয়ে বৃষ্টি কবে আসবে? এখনো চিন্তা কাটল না দক্ষিণ বঙ্গবাসীর মাথা থেকে।

আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে, আগামী ২৭ জুন পর্যন্ত কলকাতার বিভিন্ন জায়গাতে হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে, যদিও কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে কিনা আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া অফিস। প্রসঙ্গত জানা যায়, গত মাসের ৩১ তারিখ উত্তরবঙ্গে আর কেরালাতে একই সাথে বর্ষার প্রবেশ হয়েছিল। তারপরে অনেকটা সময় বেরিয়ে গেছে দক্ষিণবঙ্গবাসী চাতক পাখির মতন অপেক্ষা করছিল, কবে দক্ষিণবঙ্গে বর্ষা আসবে। বর্ষা আস্তে আস্তে প্রবেশ করলেও এখনো সুখবর শোনাতে পারছে না আবহাওয়া অফিস।

শনিবার কলকাতা হাওড়া হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এ কোন রকম বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত মঙ্গলবার পর্যন্ত কোনোভাবেই বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে সামান্য পরিমাণে বৃষ্টি হতে পারে, যেমন উত্তর ২৪ পরগনা নদীয়া, কলকাতা সর্বত্রই বর্ষা প্রবেশ করেছে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। তবে অন্যান্য জেলা যেমন দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূমে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করছে। আগামীকাল থেকে তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

উত্তরবঙ্গের পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে

উত্তরবঙ্গে আগামীকাল কোন কোন জায়গাতেই ভারী বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। গতকালও ভারী বৃষ্টিপাত হয়নি। তবে সোমবার থেকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এর বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে।

Related Articles