Weather Update: অতি গভীর নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির ইঙ্গিত, বিপদসীমায় দাঁড়িয়ে কোন কোন জেলা!
শ্রাবণ মাস পড়ে গেছে কখনো ঝমঝমিয়ে বৃষ্টি, কখনো আবার মেঘলা আকাশ থাকছে। আর তার মাঝেই ভোল বদলে যাচ্ছে আবহাওয়া। বর্তমানে বর্ষা তার মধ্যবর্তী পর্যায়ে চলছে গত দুদিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক বেলায় কখনো ভারী, কখনো অতি ভারী বৃষ্টিপাত হয়েছে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি আমরা দেখেছি, আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে আজ থেকে বৃষ্টির দাপট অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গে।
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? (South Bengal Weather)
হাওয়া অফিস এর তরফ থেকে জানানো হয়েছে, আগামী এক সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এর মধ্যে পড়বে কলকাতা, হুগলী, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পূর্ব মেদিনীপুর জেলায় তাই যদি কর্মস্থলে বেরোনোর হয়, তাহলে বৃষ্টি দেখে বুঝে তবেই বেরোবেন।
দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গাতেও ভারী বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই, তবে কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, বৃষ্টিপাতের সঙ্গে বর্জ্যবিদ্যুতের সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে বজ্রপাতের সময় বাড়িতে থাকার চেষ্টা করবেন।
আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে, যে জুলাই মাস শেষের পথে এখনো যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতেই বৃষ্টির যথেষ্ট ঘাটতি রয়েছে। কলকাতার মেঘলা আকাশ থাকবে আজ সারাদিনভর হালকা বৃষ্টি হতে পারে, সাথে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
আগামী সাতদিন উত্তরবঙ্গের সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।