সেলফি তুলতেই ব্যস্ত মা কালী, সঙ্গে জগদম্বা ও প্রসন্নময়ী, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
এই প্রতিবেদন লেখার সময় একটিই গান মাথায় আসছে, আর সেটি হল ‘Chal beta selfie lele re’। ‘বজরঙ্গি ভাইজান’-এ সালমান কেমন মিষ্টি হাসিতে হনুমানদের সঙ্গে সেলফি তুলছিলেন, ঠিক তেমনই বাংলায় ঠাকুর রামকৃষ্ণ সেলফি তুলছেন তাঁর ভবতারিণী মায়ের সঙ্গে। শুধু রামকৃষ্ণ নন, রাণী রাসমণি পরিবারের আরও যারা যারা আছেন তাঁরাও ভবতারিণী মায়ের সঙ্গে দাড়িয়ে হাসিমুখে পোজ দিয়েছেন। আপনি হয়তো ভাবছেন এসব ‘ফাজলামি’, ঠাকুর দেবতা নিয়ে রঙ্গ রসিকতা মোটেই উচিত নয়। কিন্তু ঘটনাটা সত্যি। আপনারা যারা রোজ ৬ঃ৩০ বাজলেই গদগদ হয়ে ‘করুণাময়ী রাণী রাসমণি’ দেখেন সেই সেটের রামকৃষ্ণ ও অন্যানরা সেলফি তুলেছেন তাঁদের ভবতারিণী মায়ের সঙ্গে। দেখুন ছবি।।
‘রাণী রাসমণি’-তে রানি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এরপরেই জনপ্রিয়তার শিখরে আছেন সৌরভ সাহা যিনি আড়াই বছর আগে থেকেই নিজেকে প্রস্তুত করেছেন এই চরিত্র করার জন্য। সৌরভ এর আগেও বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন যেমন এরাও শত্রু’, ‘টাপুরটুপুর’, ‘কে তুমি নন্দিনী’, ‘বামাক্ষ্যাপা’ কিন্তু রামকৃষ্ণ চরিত্রে তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। সন্ধ্যে হলেই অধিকাংশ বাড়িতে ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিক চলে।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘করুনাময়ী রানী রাসমণি’তে যে শুধু গুরুগম্ভীর শ্যুটিং চলে তা নয়, হাসি ঠাট্টা বেশ জমিয়ে চলে তার প্রমাণ হল …………
কাজের ফাঁকে হালকা মেজাজে একটু সেলফিতে মজেছেন গদাধর সহ রাণীর বাড়ির মেয়ে বউরা। ইতিমধ্যেই ছবিটি ঘিরে সোশ্যাল মিডিয়ায় শোরগোল শুরু হয়েছে। কাজের ফাঁকে হালকা রসিকতা কিন্তু মন্দ নয়। বর্তমান সময় পাল্টেছে। বিশেষ করে এই বছর মানুষকে সোশ্যাল মিডিয়ার হাত ধরেই প্যান্ডাল দর্শন করতে হয়েছে, তাই সোশ্যালে যদি এমন মজা চলে তা স্বাস্থ্যের জন্য মন্দ নয়। আমরাও এমনিতে কোন বিশেষ স্থানে গেলে সেলফি তুলি। হয়তো দক্ষিণেশ্বর মন্দিরের ভিতরে সাধারণ মানুষের ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ কিন্তু মায়ের আরাধনা ক্যামেরার মাধ্যমে সমস্ত বড় পর্দায় উঠে আসে। আর মায়ের সঙ্গে সেলফি তোলাতে মাকে কিন্তু অপমান করা নয়। এই ধারাবাহিকে যিনি মা কালীর রূপে সজ্জিত হয়েছেন তাঁর মেকআপ আর্টিস্টের হাতের কাজ সত্যি প্রশংসনীয়। তাইতো রিল লাইফের মায়ের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত তাঁর সহকর্মীরা।
“সকলি তোমারি ইচ্ছা মা ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি কর মা, লোকে বলে করি আমি।”