Bengali SerialHoop Plus

Meyebela: নেশাগ্রস্তের মতো অভিনয় করছেন রূপা গাঙ্গুলী! ইন্দ্রাণীকে আনার পরামর্শ দিলেন নেটিজেনরা

আপামর বাঙালির কাছে একসময় তিনিই ছিলেন দ্রৌপদী। প্রিয় অভিনেত্রী হয়ে উঠেছিলেন রূপা গাঙ্গুলী (Rupa Ganguly)। কিন্তু রাজনীতিতে যোগদানের পর একসময় নিজেকে অভিনয় থেকে সরিয়ে নেন তিনি। দীর্ঘ দিন পর স্টার জলসার নতুন ধারাবাহিক ‘মেয়েবেলা’-র হাত ধরে আবারও অভিনয়ে ফিরেছেন রূপা। ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম বীথি। নারীকেন্দ্রিক ধারাবাহিক ‘মেয়েবেলা’ -য় বীথিকে প্রতিনিয়ত দেখা যায়, পুত্রবধূর সাথে খারাপ ব্যবহার করতে। কিন্তু রূপাকে এই ধরনের চরিত্রে দেখতে অভ্যস্ত নন দর্শকরা। ফলে নতুন প্রোমো চ্যানেলের সোশ্যাল মিডিয়া পেজ থেকে ভাইরাল হওয়ার পর দাবি উঠেছে রূপাকে ‘মেয়েবেলা’ থেকে সরিয়ে দেওয়ার।

নেটিজেনদের একাংশের মতে, নেশাগ্রস্তের মতো অভিনয় করছেন রূপা। অনেকে লিখেছেন, বীথির চরিত্রে রূপার পরিবর্তে ইন্দ্রাণী হালদার (Indrani Haldar)-কে নিয়ে আসা হোক। অনেকের মতে, বীথি অত্যন্ত বেয়াদপ মহিলা। তাঁকে দেখতে ইচ্ছা করছে না। বীথি এমন ভাব করছে, বাড়ির সকলে খারাপ। একমাত্র সে-ই ধোয়া তুলসীপাতা। ইদানিং বাংলা ধারাবাহিক মানেই শাশুড়ির সাথে বৌমার সম্পর্কের সমীকরণ। ‘মেয়েবেলা’-র ক্ষেত্রে সবকিছু ছাপিয়ে রূপার ফিরে আসাই দর্শকদের কাছে হয়ে উঠেছিল প্রধান বিষয়। কিন্তু হঠাৎই পোড়খাওয়া অভিনেত্রীর অভিনয় নিয়ে শুরু হয়েছে সমালোচনা।

রূপা বাস্তবসম্মত চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন। তবে দীর্ঘদিন পর রূপার অভিনয় দেখে কটাক্ষের বাণ ধেয়ে আসার কারণ তাঁর কন্ঠস্বরের পরিবর্তনও বটে। বয়সের কারণে রূপার কন্ঠস্বরে যথেষ্ট পরিবর্তন এসেছে। ফলে অনেকের মতে, তাঁর কন্ঠে সংলাপ শোনাচ্ছে নেশাগ্রস্তের মতো। অপরদিকে বীথি চরিত্রটি নিয়ে অনেকে অভিযোগ তুলেছেন। কিন্তু এটি বুঝতে হবে, রূপাকে চিত্রনাট্য অনুযায়ী অভিনয় করতে হচ্ছে।

‘মেয়েবেলা’-র ট‍্যাগলাইন ছিল, মেয়েরা কি সত্যিই মেয়েদের শত্রু! স্বাভাবিক ভাবেই চিত্রনাট্যে এই ট‍্যাগলাইন ধরা পড়বে। বীথির চরিত্রের ক্ষেত্রেও তার অন্যথা হবে না। ফলে কিছুটা হলেও বীথির চরিত্রে সফল হয়েছেন রূপা।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

whatsapp logo