অভিনয় বরাবর ছিল তাঁর প্রথম প্রেম। কিন্তু প্রায় হঠাৎই রাজনীতির মঞ্চে চলে এলেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)। তৃণমূল কংগ্রেসের রাজ্য যুব সভানেত্রী হয়ে মিশন ত্রিপুরাতেও সামিল হলেন তিনি। বর্তমানে কুন্তল (Kuntal)- সায়নী রসায়ন নিয়ে উত্তাল রাজ্য রাজনীতির মাঝেই নিজের কেরিয়ার নিয়ে মুখ খুললেন সায়নী। বর্তমানে রাজ চক্রবর্তী (Raj Chakraborty) পরিচালিত ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’-এর শুটিংয়ে ব্যস্ত সায়নী জানালেন, ইদানিং নিজের জন্য সময় বার করতে পারেন না তিনি। 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন তিনি। এরপর রয়েছে 2024 -এর ইলেকশন। 2026 নিয়েও পরিকল্পনা রয়েছে। ফলে শুটিং ও রাজনীতি দুটোই ব্যালান্স করতে হচ্ছে। তবে রাজনীতির সূত্র ধরে বহু মানুষ আগে তাঁকে পর্দায় দেখত, এখন বাস্তবে দেখতে পাচ্ছে। ফলে বেড়েছে জনপ্রিয়তা।
প্রচুর সিকিউরিটি নিয়ে ঘোরেন না সায়নী। তিনি মনে করেন, এই প্রবণতা সাধারণ মানুষের সাথে দূরত্ব তৈরি করে দেয়। রাজনীতিতে এসেও বজায় রেখেছেন শিল্পীসত্ত্বা। সায়নী মনে করেন, এটি তাঁর ইতিবাচক দিক। শাড়ি পরে, লম্বা চুলে দেখা যায় সায়নীকে। তাঁর মতে, গ্রামের দিকে এই লুকেই অভ্যস্ত মহিলারা তাঁকে সহজে সমস্যার কথা বলতে পারেন। তাঁকে ঘিরে উন্মাদনা পছন্দ করেন সায়নী। তাঁর জনপ্রিয়তার অন্যতম কারণ হল, তিনি আর পাঁচজন রাজনৈতিক নেতার মতো ভাষণ দেন না। সায়নীর ভাষণে রয়েছে শৈল্পিক বোধ। গান ভালোবাসেন। ফলে অবলীলায় গান করে মঞ্চ মাতাতে পারেন তিনি।
View this post on Instagram
সাম্প্রতিক কালে অনীক দত্ত (Anik Dutta) পরিচালিত ফিল্ম ‘অপরাজিত’-য় অপরাজিত রায়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন সায়নী। 10 ই ফেব্রুয়ারি রিলিজ করেছে ‘এল.এস.ডি.- লাল সুটকেসটা দেখেছেন?’। এই ফিল্মে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সায়নী ও সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। সায়নী জানালেন, এটি ডার্ক কমেডি ও থ্রিলারের মিক্স। এই ফিল্মের মাধ্যমে ড্রাগের বিরুদ্ধে সচেতনতার বার্তা দেওয়া হয়েছে। সোহমের বিপরীতে এই প্রথমবার জুটি বেঁধে কাজ করলেন সায়নী। তাঁর চরিত্রটি একটি ভীতু মেয়ের যার মনের মধ্যে রয়েছে সাইকেডেলিক ড্রাগ ট্রাই করার ইচ্ছা। বিয়ের আগে কয়েকদিন সময় পেতেই মেয়েটি তার কলেজের এক পুরুষ বন্ধুর সাথে প্ল্যান বানায়। কিন্তু শেষ অবধি তার জীবনে কোন মোড় আসবে তা জানতে দর্শকদের যেতে হবে প্রেক্ষাগৃহে।
অপরদিকে দশ বছর পর রাজের সাথে কাছ করছেন সায়নী। অনীক দত্ত-র হাত ধরেই একসময় বিজ্ঞাপনের দুনিয়ায় পা রেখেছিলেন সায়নী। ‘মেঘনাদবধ রহস্য’, ‘অপরাজিত’-র মতো ফিল্মে সায়নীকে ভেবেছেন তিনি, তাও রাজনৈতিক সমীকরণের পরোয়া না করে। তবে সায়নী মনে করেন, তাঁর বয়স বাড়ার সাথে সাথেই তাঁকে বিভিন্ন ধরনের চরিত্রে ভাবতে পারছেন পরিচালকরাও। ষোল বছর বয়সে অভিনয়ে আত্মপ্রকাশ ঘটেছিল সায়নীর। 2024 সাল থেকে 2026 সাল তাঁর জীবনে যথেষ্ট গুরুত্বপূর্ণ। অভিনয় তাঁর প্রথম প্রেম হলেও রাজনীতি সায়নীকে অনেক বড় প্ল্যাটফর্ম দিয়েছে।
একসময় সায়নী দেখেছেন, তাঁকে খুব ভালো অভিনেত্রী বলার পরও সকলে ছোট চরিত্রেই কাজ দিয়েছেন। ফলে ইন্ডাস্ট্রির কাছে তিনি কিছুই আশা করেন না। কিন্তু দর্শকদের কাছে তিনি সারাজীবন কৃতজ্ঞ থাকবেন বলে জানালেন সায়নী।
View this post on Instagram