whatsapp channel
Bengali SerialHoop Plus

Sampriti Poddar: অভিনয়কে আপাতত বিদায় জানালেন জি বাংলার জনপ্রিয় নায়িকা

অভিনয় জগতে আসার ইচ্ছা অনেকেই পোষণ করেন। মনের মধ্যে তারকা হওয়ার সুপ্ত বাসনা থাকলেও কখনও তা পূরণ হয় অথবা যোগ্যতা থাকলেও পূরণ হয় না। কিন্তু সুযোগ পেয়েও অভিনয় ছেড়ে দেওয়ার নজির একসময় বহু অভিনেতা-অভিনেত্রী কায়েম করেছিলেন। এবারেও তার ব্যতিক্রম হল না। অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন ‘ফিরকি’ সম্প্রীতি পোদ্দার (Sampriti Poddar)।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে সম্প্রীতি জানিয়েছেন, চলতি বছর ‘রাসেল গ্রুপ অফ ইউনিভার্সিটি অফ লিডস’-এ ভর্তি হয়েছেন তিনি। নিউ ইয়র্কের সেরা দশটি বিজনেস স্কুলের মধ্যে এটি অন্যতম। এখানে চলতি বছর বিজনেস ম্যানেজমেন্টের স্নাতকোত্তর পর্যায়ে ভর্তি হয়েছেন সম্প্রীতি। QS ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে বিশ্বব্যাপী ছিয়াশি তম স্থানে রয়েছে ‘রাসেল গ্রুপ অফ ইউনিভার্সিটি অফ লিডস’। সম্প্রীতি লিখেছেন, তিনি পেশাদার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন। কিন্তু ক্যামেরার প্রতি ভালোবাসা থেকেই তিনি হয়ে উঠেছিলেন অভিনেত্রী। বর্তমানে বিজনেস ম্যানেজমেন্টের ছাত্রী হিসাবে শিক্ষা লাভ করার সুযোগ পেয়েছেন তিনি। সম্প্রীতি মনে করেন, এটি তাঁর সেরা যাত্রা।

ইতিমধ্যেই বিদেশে পাড়ি দিয়েছেন সম্প্রীতি। তাঁর বহুদিনের লালিত স্নাতকোত্তর হওয়ার স্বপ্ন পূরণ করতে চান তিনি। সম্প্রীতির অনুরাগীরাও তাঁকে অনেক শুভেচ্ছা জানিয়েছেন।

‘ফিরকি’-র মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন সম্প্রীতি। তৃতীয় লিঙ্গের মানুষের জীবনের লড়াই নিয়ে তৈরি ‘ফিরকি’ টিআরপির অভাবে অসময়েই শেষ হয়ে যায়। তবে এরপর কালার্স বাংলায় সম্প্রচারিত সিরিয়াল ‘মন মানে না’-য় অভিনয় করেছেন সম্প্রীতি। এমনকি ‘অপরাজিত’ ফিল্মেও তাঁকে দেখা গিয়েছে গুরুত্বপূর্ণ চরিত্রে।

 

View this post on Instagram

 

A post shared by Sampriti (@sammpriti)

whatsapp logo