Lifestyle: মহিলাদের ৩টি অভ্যাস সংসার সুখের করে তোলে
চাণক্য নীতি যুগ যুগ ধরে চলে আসছে। চাণক্য নীতি অনুযায়ী এমন কিছু কিছু কথা আছে যা সত্যি সত্যি মানব জীবনে ফলে যায়। নারীদের জীবন নিয়ে চাণক্য অনেক কথা বলেছেন, তার মধ্যে একটি কথা হল এই তিনটি অভ্যাস যদি নারীদের মধ্যে থাকে, তাহলে তাদের সংসার অনেক ভালো হবে। Hoophaap এর পাতায় দেখে নিন অসাধারণ টিপস –
যে মহিলা অর্থ পরিচালনা করে – চাণক্য বলেন যে, যে মহিলারা অর্থ ব্যবস্থা পরিচালনা করেন, তারা অনেক ভালো হন, কারণ একজন নারী তার বাড়ির আর্থিক পরিকাঠামোকে ঠিকঠাক করে পরিচালনা করতে পারেন পুরুষদের থেকে অনেক বেশি করতে পারেন। প্রয়োজনীয় খরচের হাত থেকে বাঁচাতে সাহায্য করে একজন নারী।
অবশ্যই শান্ত এবং মিষ্টিভাষী হতে হবে- মহিলাদের শান্ত এবং মিষ্টিভাষী হয় তারা হলেন পরিবারের দামি সম্পদ।এরা কখনোই নিজের সম্মানের সঙ্গে আপোষ করতে পারে না, স্বভাবে এরা ভীষণ ভালো হয়। শান্ত স্বভাবের জন্য এদের পরিবারকে পরিচালনা করার ক্ষমতা থাকে।
যে মহিলার ধৈর্য বেশি থাকে- আচার্য চাণক্যটি বলেছেন, যে মহিলারা বেশি ধৈর্যশীল হন, তারা কিন্তু অন্দরের কাজ অনেক সুন্দর ভাবে সামলাতে পারেন। যে সমস্ত মহিলারা বেশি আবেগপ্রবন হন এবং যারা খুব ভালো করে অন্তরের কাজ সামলাতে পারেন, যারা ধৈর্যশীল হন তারাই উপযুক্ত নারী, এমনটাই বলছেন।