GossipHoop Plus

মাধুরীর জীবনে সঞ্জয় দত্ত সেরা সঙ্গী হয়েও আজ এক অসমাপ্ত প্রেম কাহিনী

নব্বইয়ের দশকের একেবারে শুরু থেকেই কড়া টক্কর শুরু হয়েছিল মাধুরী-জুহির। বক্স-অফিসে একের পর সাফল্যের মুখ দেখেছিলেন মাধুরী। কিন্তু তখন থেকেই সঞ্জয় দত্তের সঙ্গে নাম জুড়ে গিয়েছিলো মাধুরীর। এমনকি, এক সাংবাধিক বৈঠকে মাধুরী জানিয়েছিলেন – সঞ্জয় দত্ত আমার জীবনের সেরা সঙ্গী। ওঁর সঙ্গে থাকতে ভালোলাগে, সব সময় আমাকে খুশি রাখার চেষ্টা করে। তাইতো ‘সাজন’ হোক বা ‘খলনায়ক’ সঞ্জয়-মাধুরীর জুটির কেমেস্ট্রি ছিল টানটান প্রেমে ভরা। খলনায়ক নাকি সেইসময় ধক ধক গার্লের পিছু নিতেও ছাড়তেন না। পর্দার সমীকরণ ঝড় তুলেছিল পর্দার বাইরেও।

অথচ, এই মাধুরী ২০১৭ র এক ইন্টার্ভিউয়ে ‘ধক ধক গার্ল’ বলেছিলেন যে আমি আজ যেখানে আছি, যেই পরিস্থিতিতে আছি, সেখানে এই বিষয়টা নিয়ে কথা বলার আর প্রয়োজন নেই। জীবনের অনেকটা সময় পেরিয়ে আসার পর এ সব কথা এখন কারা বলছে? যাই হোক না কেন, এ বিষয়টাতে আমার আর কিছু যায় আসে না।

মুম্বই বিস্ফোরণের সময় বেআইনি অস্ত্র রাখার দায়ে যখন ধরা পড়েন সঞ্জয়, তখন থেকেই ফাটল ধরে মাধুরী-সঞ্জয়ের লুকোচুরি প্রেম। ৪২ মাস জেলে কাটানোর পরে যখন জেল থেকে মুক্তি পান সঞ্জয় তখন কোথায় মাধুরী? এদিকে, ১৯৯৯ এই মাধুরী বিয়ে করেন একজন চিকিৎসককে। কলোরাডোর ডেনেভারে কর্মরত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কার্ডিওভাসকুলার সার্জন শ্রীরাম মাধব নেনে-কে মন দেওয়ার পর এখন তাঁর সঙ্গেই সংসারে আবদ্ধ ধক ধক গার্লের, তাই পুরনো কথা উঠলে ব্যক্তিত্বে আঁচ যে পড়বেই তা জানা কথা।

জেল থেকে বেড়িয়ে সঞ্জয় মাধুরীর সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করেছিলেন ঠিকই কিন্তু কোন ফল নেই। মাধুরী মুখ ফিরিয়েই নেন। মাধুরীর প্রত্যখানে অবসাদে ভেঙে পড়েছিলেন সঞ্জয় দত্ত। কিন্তু, আবারও তাঁদের ফিরিয়ে দেয় ‘কলঙ্ক’। আজ্ঞে হ্যাঁ, এই দুই যুগলকে আবারও মিলিয়ে দেন করন জোহর। ‘কলঙ্ক’ সিনেমা সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিতকে এক করে দেয়। পুরনো রাগ, অভিমান ভুলে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন মাধুরী। একটি ইন্টারভিউতে মাধুরী এও জানান যে তিনি খুব খুশি পুরনো সহকর্মীকে ফিরে পেয়ে। তবে কি আবার নতুন গল্পের শুরু? না না না… বর্তমানে সঞ্জয় দত্ত ক্যানসারের সঙ্গে লড়াই করছেন, সাথে রয়েছে তাঁর পরিবার। অন্যদিকে চুটিয়ে সংসার, বিজ্ঞাপনের কাজ ও অন্যান্য শ্যুটিং এর কাজে নিজেকে মত্ত রেখেছেন বলিউডের অন্যতম ডিভা মাধুরী দীক্ষিত।

Related Articles