Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

 
Advertisements

SBI অ্যাকাউন্ট থেকে ৩৩০ টাকা কেটে নিয়েছে? জানুন কিভাবে টাকা কাটা বন্ধ করবেন

Avatar

Sourish Das

Follow
Advertisements
নগর হোক কিংবা গ্রামীণ সব ক্ষেত্রেই ভারতীয় স্টেট ব্যাঙ্ক ভারতের সবথেকে বড় ব্যাংকিং সংস্থা। শুধুমাত্র সরকারি ব্যাংকের থেকে নয় বিভিন্ন বেসরকারি ব্যাংকের থেকেও বেশি গ্রাহক রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে। এই মুহূর্তে ৪০ কোটিরও বেশি গ্রাহকের সাথে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের সবথেকে বড় ব্যাংক হয়ে উঠেছে। বলতে গেলে প্রতিটি ভারতীয়র ব্যাংক এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আপনিও যদি স্টেট ব্যাংকের সাথে একটি সেভিংস একাউন্ট খুলেন তাহলে হয়তো আপনি নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে মাঝেমধ্যে কিছু টাকা কাটছাট হতে দেখতে পারবেন। কিছুদিন আগেই প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৩৩০ থেকে ৪৬০ টাকার মধ্যে টাকা কেটে নেওয়া হয়েছে। কিন্তু সেটা কেন হয়েছে জানেন? আজকে সেটাই আপনাকে আমরা জানাতে চলেছি।স্টেট ব্যাংকে যদি আপনি একাউন্ট করেন তাহলে সাধারণত এই একাউন্ট প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনা সাথে যুক্ত থাকে। প্রতিবছরে ৩৩০ টাকা করে প্রিমিয়াম হিসেবে ডেবিট করা হয় এই যোজনার কারণে। ব্যাংক আপনাকে এই কেন্দ্রীয় সরকারের প্রকল্পের অধীনে একটি দুর্ঘটনা জনিত বীমা কভার প্রদান করে থাকে। এটি হল কেন্দ্রীয় সরকারের একটি বীমা যোজনা যা ১৮ থেকে ৫০ বছর বয়সী মানুষদের জন্য উপলব্ধ রয়েছে। ২ লক্ষ টাকার লাইফ কভার এক বছরের জন্য পাওয়া যাবে এবং এটি বারবার রিনিউ করা যাবে। এই প্রকল্পের অধীনে ঝুঁকি কভারেজ হলো দুই লক্ষ টাকা।বার্ষিক ৩৩০ থেকে ৪৩৬ টাকার মধ্যে আপনার বেছে নেওয়া বিকল্প অনুযায়ী আপনার ব্যাংক একাউন্ট থেকে কিস্তিতে স্বয়ংক্রিয়ভাবে ডেবিট হয়ে যাবে। পলিসির সময়কালের মাঝে মাঝে সময়ে যারা প্রথমবার এই প্রকল্পে নথিভুক্ত করছেন তাদের একটি বিশেষ প্রিমিয়াম পেমেন্ট করতে হবে। যদি জুন জুলাই এবং আগস্ট মাসে আপনি যুক্ত হন তাহলে ৩৩০ টাকা বার্ষিক প্রিমিয়াম দিতে হবে। সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর মাসে আপনি যুক্ত হন তাহলে তিন কোয়াটারের প্রিমিয়াম ৮৬ টাকা করে ২৫৮ টাকা দিতে হবে।অন্যদিকে যদি ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে আপনি যোগদান করেন তাহলে ২ কোয়ার্টার প্রিমিয়াম ৮৬ টাকা করে ১৭২ টাকা দিতে হবে। মার্চ এপ্রিল এবং মে মাসে যোগদান করলে এক ত্রৈমাসিকের প্রিমিয়াম ৮৬ টাকা দিতে হবে। অন্যদিকে আপনি যদি আপনার এসবিআই একাউন্ট থেকে ৩৩০ টাকা করে কাটা বন্ধ করতে চান তাহলে আপনাকে শাখায় গিয়ে একটি ফরম পূরণ করতে হবে। এই ফর্মের মাধ্যমে প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনার সাবস্ক্রিপশন বন্ধ করতে হবে আপনাকে। এরপর ব্যাংক আপনার অনুরোধ গ্রহণ করবে এবং এক সপ্তাহের মধ্যে আপনার অ্যাকাউন্ট থেকে জীবনজ্যোতি বীমা যোজনা সরিয়ে নেওয়া হবে।