whatsapp channel

স্বল্প পোশাকে সমুদ্র সৈকতে ঝড় তুললেন প্রাক্তন বিশ্বসুন্দরী, ইনস্টাগ্রামে তুমুল ভাইরাল ছবি

২০১৫ র বিরক্তিকর মিস ইউনিভার্স প্রতিযোগিতার কথা মনে আছে? কার ভাগের মাছ কে খেয়ে গেল, সে এক বিরাট গণ্ডগোলে প্রতিযোগিতা। যিনি অনুষ্ঠান হোস্ট করছেন তিনি গুলিয়ে ফেলেছেন ফার্স্ট রানার আপ…

Avatar

HoopHaap Digital Media

২০১৫ র বিরক্তিকর মিস ইউনিভার্স প্রতিযোগিতার কথা মনে আছে? কার ভাগের মাছ কে খেয়ে গেল, সে এক বিরাট গণ্ডগোলে প্রতিযোগিতা। যিনি অনুষ্ঠান হোস্ট করছেন তিনি গুলিয়ে ফেলেছেন ফার্স্ট রানার আপ আর ফার্স্ট এর তফাত। প্রথমে মিস কলম্বিয়া আরিয়াডনা গুটিয়ারেজকে ২০১৫ সালের মিস ইউনিভার্স ঘোষণা করা হয়। কিন্তু আচমকা হোস্ট জানান যে না তিনি বিজয়ী নন। এরমধ্যে তাঁর মাথায় উঠে গেছে সেই হীরের জ্বলজ্বলে মুকুট। এদিকে যেই হোস্ট এসে বলেন তিনি প্রথম নন, তিনি শুধু প্রথম রানার আপ তখন এই প্রতিযোগিতার মঞ্চ হয়ে ওঠে বিরক্তিকর। শেষে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় ফিলিপিন্সের পিয়া আলোনজো উর্টজবাচকে (Pia Wurtzbach)। সেদিন আরিয়াডনা গুটিয়ারেজের মাথার মুকুট গিয়ে ওঠে পিয়া আলোনজো উর্টজবাচের মাথায়।

স্বল্প পোশাকে সমুদ্র সৈকতে ঝড় তুললেন প্রাক্তন বিশ্বসুন্দরী, ইনস্টাগ্রামে তুমুল ভাইরাল ছবি

এরপর আরিয়াডনা গুটিয়ারেজ অভিনয় শুরু করেন নীল দুনিয়ায়। এই প্রতিযোগিতা থেকে বেড়িয়ে আসার পর অ্যামেরিকান কোম্পানি ভিভিড এন্টারটেইনমেন্টের দেওয়া পর্ন সিনেমায় অভিনয়ের প্রস্তাব গ্রহন করেন। তাঁর কাছে এটা ছিল এটা দারুণ প্রস্তাব।

 

View this post on Instagram

 

A post shared by Pia Wurtzbach (@piawurtzbach)

পিয়া আলোনজো উর্টজবাচ এখন অভিনেত্রী, না কোন নীল ছবির নয়। এখনও পর্যন্ত ৫ টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। বড় পর্দায় যেমন জনপ্রিয় তেমনই তিনি জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়। মাঝে মধ্যেই তিনি বিকিনি ফটোশ্যুট করেন এবং ফিলিপাইনে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করেন।

 

View this post on Instagram

 

A post shared by Pia Wurtzbach (@piawurtzbach)

পিয়া আলোনজো একজন রোমান ক্যাথলিক অনুশীলনকারী হলেও তিনি প্রথম ক্যাথলিক চার্চের শিক্ষার বিপরীত মতামতকে প্রকাশ্যে সমর্থন করেছেন। গর্ভ নিরোধ নিয়েও কাজ করেছেন এবং ওই দেশের LGBT রা তাঁকে সমর্থনও করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Pia Wurtzbach (@piawurtzbach)

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media