উপযুক্ত যুক্তি দেখিয়ে জয়া বচ্চনকে চুপ করিয়ে দিলেন ‘শক্তিমান’ খ্যাত অভিনেতা
কদিন আগেই বিজেপি সাংসদ তথা অভিনেতা রবি কিষন বলিউডে মাদক চক্র নিয়ে সংসদে আলোচনার দাবি তুলেছিলেন। তার প্রতিবাদ করেন রাজ্যসভার সাংসদ অভিনেত্রী জয়া বচ্চন। জয়া বচ্চনের বক্তব্য, অল্প কিছু লোকের জন্য রবি কিষন সম্পূর্ণ ইন্ডাস্ট্রির বদনাম করতে পারেন না। এই প্রসঙ্গেই রবি কিষনকে কটাক্ষ করে তাঁর বক্তব্য ছিল– যে থালায় খাচ্ছেন, তাতেই ফুটো করছেন!
জয়া বচ্চনের এই মন্তব্য নিয়ে হচ্ছে যথেষ্ট জলঘোলা। এবার জয়া বচ্চনের এই বক্তব্যে নিজের প্রতিক্রিয়া জানালেন শক্তিমান ও পিতামহ ভীষ্মখ্যাত অভিনেতা মুকেশ খান্না।
রবি কিষন ও জয়া বচ্চন উভয়ের সমালোচনা করেই মুকেশ বলেন–‘ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবারই কাজ করার অধিকার আছে। ইন্ডাস্ট্রি বহু বছর ধরে চলছে, এখানে কারোর জমিদারি নেই। রবি কিষন বলছেন ইন্ডাস্ট্রিতে ড্রাগস চলে। কেউ বলছেন, যে থালায় খাচ্ছেন তাতেই ফুটো করছেন। এগুলি খারাপ বক্তব্য।’
জয়া বচ্চনকে কটাক্ষ করে পিতামহ ভীষ্মের বক্তব্য,’ইন্ডাস্ট্রিতে সকলকেই খুব পরিশ্রম করতে হয়। আপনি আমাদের খেতে দেন না। ফিল্ম ইন্ডাস্ট্রিতে সত্যি কিছু লোকজন ড্রাগস নেন। এটা অপরাধ। এঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। সত্য সব সময় কড়া হয়।
এর সঙ্গে মুকেশ পরিষ্কার বলেন– উনি এত চিৎকার করছেন কেন! আমরা বলছি না যে ইন্ডাস্ট্রির সকলে খারাপ। ইন্ডাস্ট্রি কোনো পচা নালা নয়। তবে একটা পচা মাছ পুরো পুকুর নষ্ট করে দেয়। আপনাকে সেই মাছটা খুঁজতে হলে সম্পূর্ণ ঝিল পরিষ্কার করতে হবে।’