করোনা আবহে বহু শিল্পীকেই বলিউড হারিয়েছে একে একে। শুরু হয়েছিল কিংবদন্তী অভিনেতা ইরফান খানকে দিয়ে। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। এরপর বিদাই নেয় বলিউডের বিখ্যাত অভিনেতা ঋষি কাপুর। এখানেই শেষ নয়, চিত্রনাট্যকার বাসু চ্যাটার্জী সহ সরোজ খান, সুশান্ত সিং রাজপুত এবং আরও অনেকে পরলোকগমন করেছিলেন। এখনও পর্যন্ত সকলের মৃত্যুর কারণ জানা গেলেও সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণ অধরাই রয়ে গেল।
২০২১ শুরু হতে না হতেই বিদাই নিলেন আরেক শিল্পী মানুষ। নাম – অরবিন্দ যোশী। হ্যাঁ, বছরের শুরুতেই বিদাই নিলেন নাট্যকর্মী অরবিন্দ যোশী। অভিনেতা শরমন যোশীর পিতা ইনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪। অরবিন্দ যোশী পেশায় নাট্যকর্মী হওয়ার দরুন শিল্পী মহলে নেমে আসে শোকের ছায়া। সূত্রের খবর বার্ধক্যজনিত কারণেই মৃত্যু ঘটে তাঁর। অভিনেতা শরমন যোশীর কথায়, বয়সের ভারে নুইয়ে গিয়েছিলেন তাঁর বাবা এবং দিনদিন শারীরিক ক্ষমতা হারিয়ে ফেলছিলেন তিনি।
অরবিন্দ যোশীর মৃত্যুর খবরে প্রেম চোপড়া শোক প্রকাশ করেন, তিনি জানান- খুব ভাল মানুষ ছিলেন অরবিন্দ যোশী। সূত্রের খবর, গত ২ সপ্তাহ ধরে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি ছিলেন অরবন্দি যোশী। নাটক মঞ্চস্থ করা ছাড়াও কিছু সিনেমায় অভিনয় করেছিলেন অরবিন্দ যোশী।
শোলে, ইত্তেফাক সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে শরমন যোশীর পিতা অরবিন্দ যোশীকে। এছাড়াও বেশ কিছু গুজরাটি সিনেমাতেও দেখা গিয়েছে তাঁকে। বলিউডের বিশেষ কিছু মানুষ অরবিন্দজির মৃত্যুতে শোক যাপন করেছেন। প্রবীন অভিনেতা পরেশ রাওয়াল ট্যুইট করে সমবেদনা জানিয়েছেন।
Irreparable loss to Indian theatre; with grief we say goodbye to the noted actor Shri Arvind Joshi. A stalwart, a versatile actor, an accomplished thespian, are the words that come to mind when I think of his performances. My condolences to @TheShermanJoshi & family.AUM SHANTI
— Paresh Rawal (@SirPareshRawal) January 29, 2021