Skin Care: দুধের মতো ফর্সা হবে ত্বক, বাড়িতে বানিয়ে মেখে ফেলুন এই ফেয়ারনেস ক্রিম
ফর্সা হওয়ার জন্য আমরা কত কিছুই না করে থাকি, কিন্তু যদি বাড়িতে থাকা কয়েকটা জিনিস আপনি ব্যবহার করতে পারেন, সঠিক উপায়ে তাহলে কিন্তু কাউকে আর কোনো ভাবেই কালো দাগ থাকবেনা, ত্বকের কালো দাগ সহজে উঠে যাবে কয়েকটা সহজ টিপস যদি আপনি প্রতিদিন মেনে চলতে পারেন তাহলে আর দেরি না করে জলদি দেখে ফেলুন Hoophaap স্পেশাল নাইট ক্রিম।
উপকরণ –
নারকেল তেল ৩ টেবিল চামচ
অ্যালোভেরা জেল ২ টেবিল চামচ
মেথি গুঁড়ো করা এক টেবিল-চামচ
চন্দন গুঁড়ো ১ টেবিল চামচ
রেড়ির তেল ৫ টেবিল চামচ
প্রত্যেকটি মিশ্রণকে একটি পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। তারপরে খুব ভাল করে মিশিয়ে নিতে হবে। এখানে ব্যবহৃত তেল গুলি আপনার ত্বকের ওপরে হওয়া কালো দাগকে সহজে দূর করতে সাহায্য করে। তাছাড়া চন্দন গুঁড়ো আপনার ত্বকের ওপরে হওয়া কালো দাগ সহজে দূর করে দেবে, রাত্রি বেলা যখন শুতে যাবেন তার আগে ভালো করে বেসন আর কাঁচা দুধ দিয়ে পরিষ্কার করে নিয়ে এই পুরো মিশ্রণটি ভালো করে ধুয়ে নিয়ে তারপরে যদি আপনি এই নাইট ক্রিম, ফেয়ারনেস ক্রিম ভালো করে মুখে গলায়, পিঠে লাগিয়ে নিতে পারেন। সারা রাত রাখতে পারেন তাহলে তো একেবারে দুধের মতন ফর্সা হবে। তবে যদি পরপর সাতদিন আপনি এই মিশ্রণটি মুখে গলায় পিঠে লাগাতে পারেন আপনার ত্বক সুন্দর হতে বাধ্য। যেই সাতদিন হয়ে যাবে তারপর যদি ইচ্ছা না করে তাহলেও সপ্তাহে অন্তত তিন দিন অবশ্যই লাগাবেন। আর এই মিশ্রণটি আপনি সাত দিন করে ফ্রিজের মধ্যে তুলে রাখতে পারেন।