Skin Care: মুখের উপরে হওয়া অবাঞ্ছিত লোম দূর করার টিপস
মুখের উপরে হওয়া অবাঞ্ছিত লোম আমাদের মুখের সৌন্দর্য নষ্ট করে তবে সবসময় এইরম কোন স্বাভাবিক কারণে হয় না, অনেক সময় জিনগত কারণে অর্থাৎ মা ঠাকুমা এদের যদি মুখের উপরের লোমের ভাগ বেশি থাকে, সেই থেকে হতে পারে কিংবা কোন হরমোনের সমস্যা বিশেষ করে যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদের আপার লিপে এর আধিক্য বেশি হতে পারে। বাড়িতে থাকা খুবই সহজ জিনিস দিয়ে আপনি আপনার মুখের উপরে হওয়া অবাঞ্ছিত লোম সহজে দূর করে ত্বক অনেক বেশি পরিষ্কার করতে পারবেন। Hoophaap এর পাতায় দেখে নিন অসাধারণ বিউটি টিপস্ –
একটি পাতিলেবুর রসকে একটি পাত্রের জলের মধ্যে গরম করতে হবে। এক্ষেত্রে পাতিলেবুর রসের পাত্রটিকে সরাসরি গ্যাসের উনুনের উপর বসানো যাবে না। সেক্ষেত্রে একটি পাত্রের মধ্যে জল গরম করতে হবে, সে গরম জলের উপরে একটি বাটিতে লেবুর রস দিয়ে লেবুর রস চামচের সাহায্যে নাড়াতে হবে। তারপরে এর মধ্যে ২ টেবিল-চামচ চিনি দিয়ে দিতে হবে। এরপর চিনি আস্তে আস্তে লেবুর রসের মধ্যে গলে যাবে। যখন দেখবেন চিটচিট হয়ে গেছে, তখন বুঝতে পারবেন আপনার মুখে লাগানোর স্ক্রাবার একেবারে তৈরি। যেখানে লোমের আধিক্য বেশি আছে সেখানে একটু গরম গরম লাগিয়ে রাখুন তারপর ওপরের দিকে আঙুল দিয়ে ম্যাসাজ করুন।
আপনার গালে যেখানে লোমের আধিক্য বেশি থাকে, তাহলে কানের দিক করে ম্যাসাজ করবেন আঙ্গুল দিয়ে। মোটামুটি শুকিয়ে গেলে একটি পাতলা সুতির কাপড় নিয়ে এই কাপরটা দিয়ে গালে বেশি করে ঘষে ঘষে মুছে ফেলবেন ঘষতে ঘষতে দেখবেন এই কাপড়ের মধ্যে বেশ কতগুলো লোম উঠে আসছে, এইভাবে পরপর ১০ দিন আপনাকে করতে হবে, তবে খুব বেশী ঘষাঘষি করবেন না এতে স্কিনের ক্ষতি হতে পারে, তবে যাদের ত্বকে লেবুর সহ্য হয় না তাদের জন্য এটি নয়।