Skin Care Tips: খসবে না কোনো টাকা, ঘরোয়া টোটকায় মেচেদার সমস্যা দূর করুন সহজে
বয়স বাড়লে ত্বকের ওপরে কালো কালো দাগ হয়ে যায়? যাকে বিজ্ঞানের ভাষায় বলে পিগমেন্টেশন। বাংলায় যাকে বলা হয় মেচেদা। মেচেদাকে কিন্তু আপনি খুব সহজেই বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে ফেসপ্যাক বানিয়ে তাড়িয়ে দিতে পারেন। তাই আর দেরি না করে আমাদের Hoophaap এর পাতায় দেখে ফেলুন ফেসপ্যাক।
এর জন্য আপনাকে খুব বেশি কিছু করতে হবে না, তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মুখের উপরে কালো দাগ বাড়তে থাকে। সেক্ষেত্রে প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে নিয়মিত যোগাভ্যাস করতে হবে, প্রচুর পরিমাণে জল পান করতে হবে। শরীর থেকে টক্সিন কে বার করতে হবে। আর বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়ে যদি সহজে ফেসপ্যাক বানিয়ে লাগাতে পারেন, তাহলে মেচেদার দা কিন্তু খুব সহজে চলে যাবে।
১) বেসনের সঙ্গে মধু মিশিয়ে যদি প্রতিদিন নিয়ম মাফিক লাগানো যায়, তাহলে কিন্তু এই কালো দাগ অনেকাংশে দূর হয়ে যায়।
২) দুধের সর, নারকেল তেল ভালো করে মিশিয়ে মুখে লাগিয়ে সারা রাত রেখে যেতে পারে, তাহলেও কিন্তু কালো দাগ দূর হয়ে যাবে।
৩) ত্বকের উপর পিগমেন্টেশন দূর করতে গেলে ভিটামিন ই অয়েল নিয়মিত লাগাতে হবে, তাহলেই ত্বকের উপরে কালো দাগ দূর হবে সহজে।
৪) ত্বকের জন্য অসাধারণ একটি নাইট ক্রিম বানাতে পারেন, গোলাপ জল, গ্লিসারিন, নারকেল তেল দিয়ে। এটি আপনার ত্বক এর জন্য ভীষণ ভালো।
৫) ত্বকের জন্য অসাধারণ টিপস হল শশার রস। এটি নিয়মিত ব্যবহার করতে হবে। তবেই পিগমেন্টশন দূর হয়ে যাবে।
এছাড়া মুখের উপরে নানা কারণে কালচে দাগ হতে পারে, বয়স হলে এর মেচেদা, পিগমেন্টেশন নানা কারণে মুখের ওপরে কালো দাগ হয়, কিন্তু এই ধরনের কালো দাগকে যদি সহজে দূর করতে চান, তাহলে অ্যালোভেরা জেল এর সঙ্গে পাতিলেবু মিশিয়ে এটি মুখে ভালো করে লাগিয়ে ফেলুন।