Hoop Life

Lifestyle: গ্রহরত্ন ছাড়াই দোষ কাটানোর সহজ সরল টোটকা

আমরা প্রত্যেকেই জীবনের মধ্যে নানান রকম সমস্যার মধ্যে দিয়ে যাই, আর এই সমস্যার সমাধান করতে আমরা দশ আঙ্গুলে দশটা আংটি পড়ি। নানান রকম গ্রহ রত্ন ধারণ করে অনেক টাকা খরচ করে কিন্তু আপনি কি জানেন খুব সহজ-সরল কতগুলি কথা মাথায় রাখলে আপনি আপনার জীবন থেকে গ্রহরত্ন ছাড়াই জীবনের সমস্যাগুলোকে একেবারে দূর করে দিতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন দেখে ফেলি আমাদের Hoophaap এর পাতায় যে কি করে আপনি গ্রহরত্ন ছাড়া জীবনকে সুন্দর ভাবে কাটাতে পারবেন।

আপনার জীবনে যদি রাহু, কেতুর প্রভাব দেখা যায়, তার জন্য যদি আপনি জীবনে অনেক সমস্যায় থাকেন, তাহলে অবশ্যই দরিদ্র সেবা করুন। আপনার সামর্থ্য অনুযায়ী সপ্তাহে অন্তত একটা দিন দরিদ্রকে ভিক্ষা দিন, আর্তের সেবা করুন দেখবেন আপনার জীবন থেকে রাহু, কেতুর দশা কেটে গেছে।

জীবনে যদি শনির দশা থাকে তাহলে অবশ্যই শনিবার দিন শনিদেবের পূজা করুন এছাড়া মঙ্গলবার এবং শনিবার বজরংবলীর পুজো করতে পারেন, তাহলে আপনার জীবন থেকে শনির দশা কেটে যাবে।

আপনার জীবনে যদি শুক্রের দশা থাকে, তাহলে অবশ্যই নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাহলেই আপনি আপনার জীবন থেকে শুক্রের দশাকে বাদ দিতে পারবেন। প্রতিদিন খাওয়ার পাতে একটুখানি দই খেতে হবে। পুরুষের দাড়ি রাখা চলবে না, মহিলাদের চুল ভালো করে পরিষ্কার করতে হবে।

বৃহস্পতির প্রকোপ থেকে যদি নিজেকে বাঁচাতে চান তাহলে হলুদ রঙের খাবার আপনাকে বেশি করে খেতে হবে। সেক্ষেত্রে কোনভাবেই মাছ, মাংস, ডিম কোন আমিষ খাওয়া যাবে না।

যদি আপনার জীবনে বুধের প্রকোপ থাকে, তাহলেও আপনাকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। আপনার গৃহে এবং আপনার পোশাকের সবুজ রং বেশি ব্যবহার করতে হবে। আমিষ খাওয়া চলবে না, নিরামিষ আহার করতে হবে।

আপনার জীবনে যদি মঙ্গলের দোষ থাকে, তাহলে অবশ্যই প্রতিদিন রাত্রে মাটিতে বিছানা করে শুয়ে পড়ুন, বজরংবালির পুজো করুন মঙ্গলবার করে।

Related Articles