Hoop Life

Beauty Tips: সুন্দর থাকতে চটজলদি বানিয়ে ফেলুন নয়নতারা ফুলের ক্রিম

আমরা প্রত্যেকেই জানি নয়নতারা ফুল অসাধারণ যার মধ্যে এমন কিছু উপাদান থাকে যা শরীরের জন্য খুবই ভালো নয়নতারা গাছের পাতা এবং ফুল যদি নিয়মিত সেবন করা যায় তাহলে ডায়াবেটিস রোগ থেকে আপনি মুক্তি পাবেন। আজকে জেনে নেওয়া যাক, এই ফুল দিয়ে কিভাবে আপনি খুব সুন্দর একটি নাইট ক্রিম বানাতে পারেন।

উপকরণ -»
দশ-বারোটি নয়নতারা ফুল
দু’চামচ ফ্রেশ অ্যালোভেরা জেল
এক চামচ ফ্ল্যাক্স সিড জেল
এক চামচ মেথি
দশ-বারোটা পুদিনা পাতা
প্রয়োজনমতো গোলাপজল

ক্রিম বানানোর প্রণালী -»
প্রত্যেকটি উপকরণকে মিক্সির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর সম্পূর্ণ মিশ্রনটিকে একটি পাতলা সুতির কাপড়ের সাহায্যে ভালো করে ছেঁকে নিতে হবে। অবশ্যই কাঁচের কোন পাত্রে টানা সাতদিন ফ্রিজের মধ্যে রাখতে পারেন।

উপকারিতা -»
এই ক্রিমটি ত্বক ফর্সা করতে সাহায্য করে। চোখের তলায় এই ক্রিম লাগিয়ে শুয়ে পড়তে পারেন। মুখের ওপরে হওয়া সমস্ত কালো দাগ সহজে দূর করে। অকালবার্ধক্য রুখতে এই ক্রিম এর জুড়ি মেলা ভার। আর দেরি না করে এই গাছ যদি আপনার ছাদ বাগানে বারান্দায় থাকে, তাহলে অবশ্যই তার থেকে কয়েকটা ফুল নিয়ে ব্যবহার করুন এই ক্রিমটি দেখবেন কত ঔজ্জল্য বৃদ্ধি পেয়েছে।

whatsapp logo