জঙ্গলের পাশে শিকার ধরার ফাঁদ পাতলো এই সুবিশাল সাপ, ভাইরাল ভিডিও
সাপের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেতেছে ক্যামেলিয়ন। ক্যামেলিয়ন অতি সাধারণ একটি প্রাণী। তবে এর আচার আচরণ মানুষকে অবাক করে। এই সরীসৃপ যে জায়গার উপর দিয়ে যাতায়াত করে সেই জায়গার রং ধারণ করে খুব সহজেই। হাতের মধ্যে লম্বা লম্বা নখ আছে। যার সাহায্যের গাছের ডাল বেয়ে চলতে পারে। এদের জিভ খুব লম্বা হয়। এরা যেহেতু ও আশেপাশের রঙের সঙ্গে রং মিলিয়ে রং পরিবর্তন করতে পারে তাই এদিকে খুঁজে পাওয়া খুব একটা সহজ ব্যাপার হয় না।
ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি রাস্তার মধ্যে সবুজ ক্যামেলিয়ন একটি বিষধর সাপের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেতেছে। সাপটি এই অদ্ভুত আকারের জন্তুর সঙ্গে লড়াই করতে একটু সংকোচ বোধ করছে। কিন্তু ভিডিওটি দেখে মনে হচ্ছে, এদের মধ্যে লড়াই যেন একেবারে সেয়ানে সেয়ানে কোলাকুলি হচ্ছে। সাপ মাঝেমধ্যেই ছোবল মারছে।
ভিডিওটি সোশ্যাল মিডিয়া দেওয়ার সাথে সাথেই রীতিমত ভাইরাল হয়েছে। ক্যামেলিয়ন আর সাপের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না। তাই বিরল প্রজাতির প্রাণীর সঙ্গে সাপের হাড্ডাহাড্ডি লড়াই একবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার সাথে সাথেই রীতিমতো ভাইরাল হয়েছে।