Hoop Life

Relationship: প্রাক্তনের সঙ্গে ফের প্রেমের সম্পর্কে জড়িয়েছেন! মাথায় রাখুন কিছু দরকারি টিপস

অনেক কষ্টে প্রাক্তন এর সঙ্গে সম্পর্ক ভুলে গিয়ে আবার নতুন করে জীবনের ছন্দে নিজেকে তৈরি করে ফেলেছেন ঠিক সেই সময়ে ঘটে গেলো এক ছন্দপতন অর্থাৎ প্রাক্তন এর সঙ্গে পুনরায় দেখা হল। তখন কি কিছুক্ষণের জন্য হলেও আপনি পুরনো স্মৃতি ফিরে আসবেনা? বুকের ভিতরে দলা পাকানো কান্নাড়া তালগোল পাকিয়ে উঠবে। মনে মনে বলবেন ওল্ড ইজ গোল্ড। তবে এবার পুরনো মানুষটিকেই নতুনভাবে ভালবাসতে পারেন।

পুরনো মানুষটি যদি আবার নতুন করে আপনার জীবনে প্রবেশ করতে চায় তাহলে তাকে প্রবেশ করতে দেন তবে আপনি একেবারে ঝাঁপিয়ে পড়বেন না তারওপর মানে আপনার জীবন শূন্য বলে আপনি পুরনোকে সহজে গ্রহণ করবেন এমন ভাবটাও দেখাবেন না।

আগেরবার আপনাদের মধ্যে ছাড়াছাড়ি ঠিক কি কারণে হয়েছিল সেই কারণগুলো অবশ্যই মাথায় রাখবেন এগুলো ভুলে গেলে কিন্তু নতুনভাবে সম্পর্ক তৈরি করতে পারবেন না।

নতুন করে সেই মানুষটি ফিরে এসেছে বলেই আপনাকে সবকিছু আগের বিষয়ে ভুলে গিয়ে নতুন করে গ্রহণ করতে হবে এমনটা নয় কোনো সম্পর্কই টেকে না ফর গ্রান্টেড হওয়া ভালো নয়।

নতুন করে সম্পর্ক ফিরে আসা মাত্রই আপনি তাকে প্রেমের সম্পর্ক বলে ধরে নেবেন না প্রথমে বন্ধুত্ব করুন হোক প্রাক্তন কিন্তু নতুনভাবে তাকে বুঝতে গেলে বন্ধুত্ব দিয়েই বুঝতে হবে।

ভুল বোঝাবুঝি থামিয়ে নিয়ে নতুন করে সম্পর্কের দিকে এগিয়ে চলুন। পুরনো দিনের ভুল-ভ্রান্তি সমস্ত কিছুকে থেকে শিক্ষা নিয়ে নতুন জীবন শুরু করুন৷

Related Articles