Bengali SerialHoop Plus

Soumitrisha Kundu: লাল লেহেঙ্গায় নেচে মঞ্চে ঝড় তুললেন ‘মিঠাই’ সৌমিতৃষা

সম্প্রতি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ পার করল দুটি বছর। শুরুর দিকে লাগাতার বেঙ্গল টপার থাকা ধারাবাহিকটির টিআরপি বর্তমানে নিম্নমুখী। কিন্তু তবু মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) হয়ে উঠেছেন দর্শকদের পাশের বাড়ির মেয়ে। বর্তমানে ‘জেলায় জেলায় জি বাংলা’ অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি জেলায় অনুষ্ঠিত হচ্ছে। শনিবার এই অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল বর্ধমান জেলায়। জি বাংলার ধারাবাহিকের কূশীলবরা ছাড়াও উপস্থিত হয়েছিলেন সিঙ্গিং রিয়েলিটি শো ‘সারেগামাপা’-র প্রতিযোগীরা। তবে এদিন সকলের নজর কেড়েছেন মিঠাই ওরফে মিঠি ওরফে সৌমিতৃষা।

লাল রঙের লেহেঙ্গা-চোলি পরে রিক্সায় চেপে মঞ্চে প্রবেশ করেছেন সৌমিতৃষা। কানে সোনালি ঝুমকো, কপালে নেমে এসেছে সোনালি টিকলি। মিঠাই-এর এনার্জি ধরা পড়ল সৌমিতৃষার নাচেও। মাধুরী দীক্ষিত (Madhuri Dixit Nene)-র আইকনিক ‘তেজাব’-এর গান ‘এক দো তিন’-এর মাধ্যমে নাচের অনুষ্ঠান শুরু করলেন সৌমিতৃষা। কিছুক্ষণের মধ্যেই তাতে যুক্ত হল ‘সর্বজয়া’ দেবশ্রী রায় (Deboshree Roy)-এর উপর পিকচারাইজড গান ‘কলকাতার রসগোল্লা’। ইন্সটাগ্রামে নিজেই নিজের নাচের অনুষ্ঠানের কয়েক ঝলক শেয়ার করেছেন সৌমিতৃষা। তা দেখে অভিভূত তাঁর অনুরাগীরাও। কেউ লিখেছেন, সত্যিই ফাটাফাটি। কেউ বা লিখেছেন, শুধু রসগোল্লাই নয়, তাঁদের মিঠাই তাঁদের কাছে সব ধরনের মিষ্টির মতো মিষ্টি।

তবে এদিন ‘মিঠাই’ সৌমিতৃষা ছাড়াও মঞ্চে পারফর্ম করলেন ‘তোর্সা’ তন্বী লাহা রায় (Tanwi Laha Roy) ও ‘সোম’ ধ্রুব (Dhruba)। তবে ছিলেন না ‘সিড’ আদৃত রায় (Adrit Ray)। অনেকেই আশা করেছিলেন মঞ্চে একসাথে মিঠাই ও তার উচ্ছেবাবুকে পারফর্ম করতে দেখতে পাবেন। কিন্তু তা বাস্তবায়িত হল না। তবে তাঁদের মধ্যে ধীরে ধীরে সম্পর্ক স্বাভাবিক হচ্ছে। তার প্রমাণ পাওয়া গিয়েছে ‘মিঠাই’ -এর দ্বিতীয় অ্যানিভার্সারি সেলিব্রেশনে। দুইজনে দুইজনকে কেক কেটে খাইয়ে দিয়েছেন। সেই ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

তবে এদিন সৌমিতৃষার খুদে অনুরাগীরা অবশ্য তাঁর সাথে ছবি তুলতে পেরে খুশি। অপরদিকে স্লট পরিবর্তনের পর ‘মিঠাই’ আপাতত স্লট লিডার। ওদিকে মিঠাই-এর খুনীকে খুঁজে বার করতে উদ্যোগ নিয়েছে সিদ্ধার্থ। কিন্তু সত্যিই কি মিঠাই খুন হয়েছে? উত্তর আছে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে।

Related Articles