২০২০, এই বিষ সাল শেষ হতে বাকি আর মাত্র ৬ দিন। তবু মৃত্যু এখনো বিনোদন জগতে লেগেই আছে। সারা বছরটাই ছিল পুরো খারাপ সারা বিশ্বের কাছে। আবারো বিনোদন জগতে এল খারাপ খবর। আরো এক তারকার মৃত্যু। বিনোদন জগতে এখন যমরাজের সাথে তারকাদের এখন গভীর সম্পর্ক তৈরী হয়েছে। বছরের প্রথম থেকেই একের পর এক তারকা না ফেরার দেশে পাড়ি দিয়েছে। কেউ আত্মঘাতী তো কেউ করোনার কড়াল গ্রাসে পড়েছে। এবার দক্ষিণী ইন্ড্রাস্টির এক টেলিভিশন জগতের অভিনেতা। প্রয়াত হলেন মালায়লামার অভিনেতা অনিল নেদুমঙ্গাদ।
শুক্রবার সকলে ক্রিস্টমাস সেলিব্রেশনে যখন সকলে ব্যস্ত তখনই ঘটলো এই দুর্ঘটনা। পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় মালঞ্চকার বাঁধ সাইটের কাছে স্নানের সময় ডুবে মারা গেছেন অভিনেতা। অভিনেতা জোজু জর্জ অভিনীত তার নতুন চলচ্চিত্র পিসের একটি ছবির শুটিংয়ের সাথে যুক্ত ছিলেন অনীল। থোডুপুজার কাছে চলছিল শ্যুটিং এর মাঝে কিছুটা বিরতি নেওয়ার সময় বন্ধুদের সাথে স্নান করতে গিয়েছিলেন অভিনেতাম আর তারপরই এই দুর্ঘটনা ঘটে। অভিনেতার মৃত্যুতে শোক জানিয়ে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
২০১৪ সালে অভিনয় জগতে পা রাখেন অনিল নেদুমাঙ্গাদ। অভিনয় জগতে পা রাখার পর থেকে টেলিভিশন দুনিয়ায় নিজের দক্ষতায় একের পর সিরিয়ালে অভিনয় করতে দেখা যায়। আইয়্যাপ্পানুম কোশিয়ুমে পুলিশ অফিসার হিসাবে তাঁর ভূমিকায় সর্বাধিক পরিচিত তিনি। টেলিভিশনের পাশাপাশি তিনি সিনেমা জগতেও পা রাখেন। আয়াপ্পানুম কোশিয়াম, কামাত্তিপাদাম, পাভাদা-সহ একাধিক ছবিতে অভিনয় করেন অনিল নেদুমাঙ্গাদ বেশ প্রশংসা পেয়েছেন।
জনপ্রিয় অভিনেতার মৃত্যুতে কার্যত শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণী সিনেমা জগতে। মাত্র ৪৮ বছর বয়সে মৃত্যু হয় অভিনেতার। মালায়ম জগতের একাধিক অভিনেতা শোক প্রকাশ করেন নেদুমাঙ্গাদের মৃত্যুতে। ট্যুইটার, ফেসবুক-সহ বিভিন্ন সামাজিক মাধ্যম জুড়ে শোক প্রকাশ করতে শুরু করেন অভিনেতারা। দুদিন আগে দক্ষিণী পরিচালক নারানিপূজা মৃত্যু হয়। মাত্র ৩৭ বছর বয়সে মারা যান এই পরিচালক। আচমকাই হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়ায় কোয়েম্বাটোরের কেজি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর কোচির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেই হাসপাতালের মস্তিষ্কে রক্তক্ষণের জেরে মৃত্যু হয় ওই পরিচালকের। ২দিনের মধ্যে পরপর দুই মৃত্যু দক্ষিণ সিনে জগতে শোকের ছায়া নেমে এসেছে।