Bengali SerialHoop Plus

Srijala Guha: ভেজা শরীরে কি করলেন ‘মন ফাগুন’-এর পিহু!

বর্তমানে টেলিপাড়ার বেশ পরিচিত মুখ মন থাকুন, এই ধারাবাহিকের মাধ্যমে পিহুর চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন তিনি। কিন্তু বর্তমানে সেই ধারাবাহিক না থাকলেও মনের মধ্যে থেকে গেছেন তিনি যদিও ছোট পর্দায় নিয়মিত তাকে দেখা যায় না। কিন্তু মাঝে মধ্যেই তিনি ‘ডান্স ডান্স জুনিয়র’ এর অতিথি হিসেবে হাজির হয়েছিলেন। তাকে দেখে তার ফ্যানেরা রীতিমতন চমকে গিয়েছিলেন। শুধু উপস্থিত থেকেই তার ফ্যানেদের চমকে দিয়েছিলেন, এমনটা নয়, সেখানে করেছেন দুর্দান্ত পারফরম্যান্স তার পারফরম্যান্স দেখে প্রত্যেকেই অবাক হয়েছেন।

রোহনের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার পরে শনের সঙ্গে শোনা গিয়েছিল, সৃজলার সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে, তবে সেই সমস্ত রচনাকে একেবারে ধুলিস্যাৎ করে তিনি একাই এখন এক ইনস্টাগ্রামে অসাধারণ সুন্দর সুন্দর ছবিতে ভরিয়ে তুলছেন, তিনি একেকবার আগুন ধরানোর মতো। অল্প পোশাকে তার অসাধারণ সুন্দর ছবিগুলোতে একেবারে উপচে পড়ে কমেন্টে। তবে সকলেই যে ইতিবাচক মন্তব্য করেন, এমনটাই নয়, আমাদের সমাজ এখনো এতটা খোলামেলা পোশাক হয়তো গ্রহণ করতে পারেনা, কিন্তু তার সত্বেও তার ফ্যান ফলোয়ার্সের সংখ্যা কিন্তু কম নয়।

সোশ্যাল মিডিয়া ঝড় তুললেন সৃজলা, যেখানে দেখা যাচ্ছে শাওয়ারের তলায় ভেজা গায়ে দাঁড়িয়ে আছেন তিনি। হাতে রয়েছে একটি ফোন কিন্তু ভিজতে ভিজতে তিনি কাকে ফোন করছেন? এমনটা কিন্তু বোঝা যাচ্ছে না। তবে তার অসাধারণ শরীরের ভাঁজ দেখে প্রত্যেকেই পাগল হয়ে যেতে পারেন, আবার তার উপরে আবার শরীরের উপরে পড়ছে জল অর্থাৎ ভেজা গায়ে তিনি যেন আরো সুন্দর হয়েছেন। তবে আর দেরি না করে চটপট আমাদের Hoophaap এর পাতায় দেখে নিন অসাধারণ ছবি-