Finance News

DA Hike: ভোট মিটতেই প্রতিশ্রুতি রক্ষা, মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে বড় আপডেট রাজ্য সরকারের

লোকসভা ভোট শেষ হয়েছে এক সপ্তাহ আগে। আর নির্বাচন শেষ হতেই সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA Hike) নিয়ে প্রকাশ্যে এসেছে নতুন গুঞ্জন। কেন্দ্রের সরকারি কর্মীদের তুলনায় রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার অঙ্কে ফারাক রয়েছে অনেকটাই। অতীতে কয়েকবার রাজ্য সরকারের তরফে বাড়ানো হয়েছে সরকারি কর্মচারীদের ডিএ। কিন্তু কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে দীর্ঘদিন ধরেই একাধিক বার আন্দোলন হয়েছে রাজ্যে। এবার লোকসভা নির্বাচন মিটতেই মহার্ঘ ভাতা নিয়ে এল বড় আপডেট।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ এক ধাক্কায় বাড়ানো হয়েছিল ৪ শতাংশ। তার আগে পর্যন্ত তারা ৪৬ শতাংশ হারে ডিএ পেয়ে আসছিলেন। তবে লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার আগেই ডিএ ৪ শতাংশ বাড়িয়ে করে দেওয়া হয় ৫০ শতাংশ। বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। সেই তুলনায় রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ এর হার অনেকটাই কম। শুধু তাই নয়, ডিএ বাড়ানোর সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় কর্মচারীদের বিভিন্ন ভাতার পরিমাণও বেড়েছে। এর ফলে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে বাড়ছে ক্ষোভ। যদিও রাজ্য সরকারের বক্তব্য, যেহেতু রাজ্য সরকারের তরফে ডিএ এবং পেনশন দুইই দেওয়া হয় তাই কেন্দ্রের সমহারে মহার্ঘ ভাতা দিতে তারা বাধ্য নয়।

তবে বুধবারেই রাজ্য সরকারের অর্থ দফতরের তরফে জারি করা একটি বিজ্ঞপ্তিতে মুখে হাসি ফুটেছে সরকারি কর্মচারীদের। বিজ্ঞপ্তি অনুযায়ী, এপ্রিল মাস থেকে রাজ্য সরকারি কর্মচারীদের বর্ধিত হারে ডিএ দেওয়া হবে। এই ডিএ বৃদ্ধির ঘোষণা লোকসভা নির্বাচনের আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করেছিলেন, ১ লা মে এর পরিবর্তে ১ লা এপ্রিল থেকেই বর্ধিত হারে ডিএ দেওয়া হবে কর্মচারীদের। সেই মতো ভোট মিটতেই বাস্তবায়িত হচ্ছে পরিকল্পনা। জানা গিয়েছে, আগামী জুলাই মাসের বেতনের সঙ্গেই বর্ধিত হারে ডিএ ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

তবে এখনো নয়া পেনশন প্রকল্প শুরু করা হয়নি রাজ্য সরকারের তরফে। কেন্দ্রের কাছে পুরনো পেনশন প্রকল্প বিভিন্ন রাজ্য থেকে ফিরিয়ে আনার দাবি জানানো হলেও কেন্দ্রের তরফে ফিরিয়ে দেওয়া হয়েছে তা। কারণ হিসেবে জানানো হয়েছে এটি আর্থিক দিক থেকে মোটেই স্বাস্থ্যকর নয়।

Related Articles