Hoop PlusTollywood

Subhashree Ganguly: লাল পোশাকে বুকে হাত রেখে কি করলেন শুভশ্রী!

টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মফঃস্বল এর বর্ধমান থেকে উঠে এসে টালিগঞ্জে একটা পাকাপাকিভাবে নিজের জায়গা করে নেন। কেরিয়ারের শুরু থেকেই একেবারে সবার মন জয় করেছেন শুভশ্রী। ‘পরিণীতা’ ছবিতে যেমন স্কুলছাত্রীর চরিত্র আবার তেমনই আবার ‘ইন্দুবালা ভাতের হোটেল’ এ এক বৃদ্ধার চরিত্রে অভিনয় করার সাহস দেখিয়েছেন তিনি।

সবেতেই তিনি সাফল্য অর্জন করেছে। একটার পর একটা সিনেমাতে একেক রকম অভিনয় করে প্রত্যেকের মন জয় করে নিয়েছেন শুভশ্রী। দর্শকমহলে একেবারে সারা ফেলে দেয় প্রত্যেকটি ছবি। সম্প্রতি ‘ইন্দুবালা ভাতের হোটেল’ এর পাশাপাশি ‘বৌদি ক্যান্টিনে’ ও কিন্তু বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। প্রতিটি ছবিতেই নারী শক্তির জয়জয়কার হয়েছে। তবে শুধুমাত্র অভিনয়ের মধ্যেই সীমাবদ্ধ নেই এই অভিনেত্রী ঘরও সামলাচ্ছেন সমান ভাবে।

রাজ্ ঘরনীর পাশাপাশি ছোট ইউভানকেও সামলাচ্ছেন, মা শুভশ্রী, তার পরিচয় আমরা সব সময় ইনস্টাগ্রামে পেয়ে থাকি। জন্ম থেকে শুরু করে প্রতিদিনের প্রতি নিত্য নতুন ঘটনা আমাদের চোখের সামনে চলে আসে। সম্প্রতি instagram এর মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যেখানে দেখা যাচ্ছে, লাল পোশাকে বুকে হাত দিয়ে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ছবিতে দেওয়ার সাথে সাথেই সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়ে গেছে। হাতের আংটি এবং কানের দুল ভীষণ মানানসই গালে গোলাপি আভায় তিনি যেন আরো সুন্দরী হয়ে উঠেছেন, লাল পোশাকের সঙ্গে খোলা চুল এবং বেশ খানিকটা কম মেকআপ এই ভীষণ সুন্দরী শুভশ্রী।

ছবিটি সোশ্যাল মিডিয়া দেওয়ার সাথে সাথেই ১৪,০০০ লাইক পড়ে গেছে কমেন্ট বক্সে উপচে পড়েছে প্রশংসা। তবে আর দেরি না করে আমাদের Hoophaap এর পাতায় চটপট দেখে ফেলুন শুভশ্রীর অসাধারণ ছবি –